বুধবার (৩০ জুলাই) বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের নামে দেশের সার্বভৌমত্ব বিনষ্টের বিদেশি পাঁয়তারা শুরু হয়েছে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এই চুক্তি বাতিল না হলে কঠোর কর্মসূচিতে নামবে ছাত্রসমাজ।
সমাবেশে বক্তারা আরও বলেন, নানা ছলে-কৌশলে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের সব পথ রুখে দিতে ছাত্রসমাজ রাজপথে ঐক্যবদ্ধ থাকবে। সরকার যদি জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়, তবে তাকে জুলাই অভ্যুত্থানের মতো পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।