মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের বিরোধিতায় ঢাবি শিক্ষার্থীদের লাল কার্ড সমাবেশ

আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৭:২৩:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৭:২৪:৫০ অপরাহ্ন
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে লাল কার্ড সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
 
বুধবার (৩০ জুলাই) বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের নামে দেশের সার্বভৌমত্ব বিনষ্টের বিদেশি পাঁয়তারা শুরু হয়েছে।
 
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এই চুক্তি বাতিল না হলে কঠোর কর্মসূচিতে নামবে ছাত্রসমাজ।
 
সমাবেশে বক্তারা আরও বলেন, নানা ছলে-কৌশলে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের সব পথ রুখে দিতে ছাত্রসমাজ রাজপথে ঐক্যবদ্ধ থাকবে। সরকার যদি জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়, তবে তাকে জুলাই অভ্যুত্থানের মতো পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]