মাগুরা শহরের একতা কাঁচা বাজার এলাকায় বাসের ধাক্কায় ফজলুর রহমান (৭০) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মারা গেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলুর রহমান শহরের পিটিআই পাড়া এলাকার মৃত তরিকুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয় এবং পরে চালক বাসসহ পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফজলুর রহমানকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আয়ুব আলী জানান, দর্শনা থেকে ছেড়ে আসা সেন্টমার্টিন পরিবহনের বাসটি দুর্ঘটনায় জড়িত। ঘটনাস্থল থেকে বাসটি আটক করে রামনগর হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।