ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন সুশীলা কার্কিকে নেপালের প্রধানমন্ত্রী করলো নেপালের জেনজি? ইথিওপিয়া উদ্বোধন করল ‘গ্র্যান্ড রেনেসাঁ বাঁধ’, মিশর-সুদানের উদ্বেগ তীব্র ভারতের প্রধামন্ত্রী মোদি মণিপুরে যাওয়ার আগেই তার অভ্যর্থনার তোরণ ভাঙচুর ইসরায়েলের ভেঞ্চার ক্যাপিটাল: ইতিহাসের অন্যতম মন্দার মুখে বুরকিনা ফাসোতে আফ্রিকার সব দেশের নাগরিকদের জন্য ভিসা ফ্রি আফ্রিকায় অর্থনৈতিক ক্ষতি: বছরে ৮৮ বিলিয়ন ডলার হারাচ্ছে মহাদেশ তুরস্ক ও দক্ষিণ কোরিয়াকে SAFE প্রতিরক্ষা প্রোগ্রামে আমন্ত্রণ ইউরোপীয় কমিশনের ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপে ইরানের ইউরেনিয়াম মজুতের রহস্য ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তির বড় ভূমিকা ব্রাজিলে ভেনিজুয়েলার মাদকবাহী বিমান ভূপাতিত রাশিয়ার তেল বাণিজ্যে চাপ: চীন-ভারতের ওপর শুল্ক বাড়াতে G7-কে যুক্তরাষ্ট্রের আহ্বান যুক্তরাষ্ট্রে রেকর্ড ৮৯৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল অনুমোদন মিসরের বড় ঘোষণা: ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা শেষ, হামাস নেতাদের আশ্রয় দেবে কায়রো নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকি, অলি পদত্যাগের পর অস্থিরতা জাতিসংঘে বিপুল ভোটে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের পক্ষে সমর্থন এআই চালিত ভার্চুয়াল মন্ত্রী নিয়োগ দিল আলবেনিয়া রাশিয়া-বেলারুশ মহড়ার জবাবে সীমান্তে পোল্যান্ডের ৪০ হাজার সেনা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বায়তুল মুকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু তুরস্কে সিরিয়ান সেনা প্রশিক্ষণ, আলেপ্পো থেকে ধাপে সেনা প্রত্যাহার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা

সেন্ট্রাল লন্ডনে অভিবাসনবিরোধী বিক্ষোভে লাখো মানুষ

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৮:৩৫:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৮:৩৫:২১ পূর্বাহ্ন
সেন্ট্রাল লন্ডনে অভিবাসনবিরোধী বিক্ষোভে লাখো মানুষ ছবি সংগৃহীত

সেন্ট্রাল লন্ডনে ডানপন্থি নেতা টমি রবিনসনের নেতৃত্বে অভিবাসনবিরোধী এক বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। পুলিশের হিসাবে, শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত ‘ইউনাইট দ্য কিংডম’ শিরোনামের এ মিছিলে অংশ নেয় প্রায় এক লাখ ১০ হাজার মানুষ। বিক্ষোভে যোগ দেয় বিভিন্ন চরমপন্থি গোষ্ঠীও।

অভিবাসনবিরোধী মিছিলের পাল্টা প্রতিরোধে ‘স্ট্যান্ড আপ টু রেসিজম’ এর ব্যানারে সমবেত হয় অভিবাসীবান্ধব সংগঠন ও প্রগতিশীল কমিউনিটি। সেখানে উপস্থিত ছিলেন পাঁচ হাজারেরও বেশি মানুষ, যারা বর্ণবাদবিরোধী স্লোগান তোলেন এবং অভিবাসীদের অধিকার রক্ষার দাবি জানান।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অভিবাসনবিরোধী কর্মীরা একাধিকবার ব্যারিকেড ভেঙে পাল্টা মিছিলে পৌঁছাতে চেষ্টা করে। এতে কয়েকজন পুলিশ কর্মকর্তা লাঞ্ছনার শিকার হন। উত্তেজনা ছড়িয়ে পড়ে ওয়েস্টমিনস্টারের বিভিন্ন সড়কে। বিক্ষোভে ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা, আর অনেকের মাথায় ছিল ট্রাম্প সমর্থক ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ টুপি। আয়োজক টমি রবিনসন একে ‘বাকস্বাধীনতার উৎসব’ হিসেবে অভিহিত করেন। অনলাইনে বক্তব্য দেন মার্কিন ব্যবসায়ী ইলন মাস্কও।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে লন্ডনে এটি ছিল চরম ডানপন্থিদের সবচেয়ে বড় সমাবেশ। তবে পাল্টা প্রতিরোধে অভিবাসীবান্ধব শক্তি ও অ্যান্টি-ফ্যাসিস্ট সংগঠনগুলোও সংগঠিত হচ্ছে।

বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসেও বর্ণবাদবিরোধী বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়। ডকল্যান্ড এলাকায় শত শত মানুষ সমবেত হয়ে জানান, ব্রিটেনে বর্ণবাদের কোনো স্থান নেই। কমিউনিটি নেতারা বলেন, ঐক্যবদ্ধ প্রতিবাদই এ ধরনের বৈষম্য ও বিভাজন প্রতিহত করতে পারে।

বহুজাতিক শহর লন্ডনে বাংলাদেশি কমিউনিটির বার্তা স্পষ্ট—বর্ণবাদের বিরুদ্ধে তাদের প্রতিবাদ চলবে, ঐক্যে তারা অটল থাকবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত নাটোরের শেখ রিফাদ মাহমুদ

কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত নাটোরের শেখ রিফাদ মাহমুদ