চলমান আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি-দাওয়ার প্রতি সংহতি প্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল ২১ অক্টোবর মঙ্গলবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকদের কর্মসূচিতে অংশ নেবে এনসিপির একটি প্রতিনিধি দল।
সোমবার (২০ অক্টোবর) রাতে এনসিপির শিক্ষা ও গবেষণা সম্পাদক এবং যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বেলা সাড়ে ১১টার দিকে শহীদ মিনারে গিয়ে আন্দোলনের ১০ম দিনে থাকা শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করবে প্রতিনিধি দলটি।
এই প্রতিনিধি দলে নেতৃত্ব দেবে এনসিপির শিক্ষা সেল। অংশ নেবেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ শিক্ষা সেলের কেন্দ্রীয় নেতারা।
উল্লেখযোগ্য যে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন ন্যায্য দাবিতে আন্দোলন করে আসছেন। তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে বেতন কাঠামো পুনর্বিন্যাস, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাস্তবায়ন। এসব দাবির প্রেক্ষিতে চলমান অবস্থান কর্মসূচি এখন ১০ম দিনে পড়েছে, যা শিক্ষক সমাজের মধ্যে ক্রমবর্ধমান চাপ এবং অসন্তোষের প্রতিফলন।
জাতীয় নাগরিক পার্টির এই পদক্ষেপ শিক্ষাখাত সংশ্লিষ্ট দাবি-দাওয়ার পক্ষে রাজনৈতিক সংহতির একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।