ঢাকা , মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ , ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজায় ৩০ এর বেশি ফিলিস্তিনি নিহতের পর যুদ্ধবিরতি পুনঃকার্যকর ঘোষণা ইসরায়েলের লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে ১২ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশে অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবেলায় জরুরি প্রস্তুতি বৈঠক ট্রাম্পের অর্থনৈতিক জনপ্রিয়তা ক্রমেই সংকটাপন্ন: নতুন জরিপে দেখা গেল ৫৫% বিরোধী ইরান গাজার যুদ্ধবিরতিতে ন্যায়বিচার নিশ্চিতের দাবি ফিলিস্তিন দুই রাষ্ট্র সমাধানে গ্যারান্টর হতে প্রস্তুত তুরস্ক মেক্সিকোতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৭২, নিখোঁজ ৪৮ নিউইয়র্কে নিহত নেতাদের স্মরণে শান্তিপূর্ণ সমাবেশ পাকিস্তান–আফগান সীমান্তে যুদ্ধবিরতি, কাতার-তুরস্ক মধ্যস্থতায় চুক্তি যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ বিক্ষোভ: ট্রাম্প-বিরোধী আন্দোলন জোরদার আজারবাইজানের হাতে পৌঁছাল পাকিস্তানের JF‑17 ব্লক‑৩; সর্বোচ্চ ৪০টি বিমান চুক্তি পুতিনের শর্ত: যুদ্ধবিরতির বিনিময়ে পুরো দোনেৎস্ক চায় রাশিয়া যুক্তরাষ্ট্রের বাণিজ্য কূটনীতি ও হাইপারসনিক যুদ্ধবাহিনী: চীনের সামনে দ্বৈত নীতি মার্কিন–চীন প্রযুক্তি যুদ্ধে ইউরোপের অস্তিত্ব সংকট আগাম নির্বাচনের পরিকল্পনা করছেন নেতানিয়াহু দুর্নীতির অভিযোগে চীনের শীর্ষ সেনা কর্মকর্তা হে ওয়েইডং বরখাস্ত তিব্বতে চীনের স্টেলথ ড্রোন “শার্প সোর্ড”: সীমান্তে নতুন উত্তেজনা পুরান ঢাকায় ছুরিকাঘাতে জবি ছাত্রদল নেতা জুবাইদ নিহত সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান, সোমবার থেকে আমরণ অনশন এমপিওভুক্ত শিক্ষকদের কুষ্টিয়ায় বসতঘরে কুপিয়ে হত্যা, পূর্বশত্রুতাকে কেন্দ্র করে ঘটনা

রাশিয়ার নিয়ন্ত্রণে দোনেৎস্কের আরেক শহর, ক্রমেই উত্তপ্ত ইউক্রেন যুদ্ধক্ষেত্র

  • আপলোড সময় : ২০-১০-২০২৫ ১১:১৫:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৫ ১১:১৫:৫৭ অপরাহ্ন
রাশিয়ার নিয়ন্ত্রণে দোনেৎস্কের আরেক শহর, ক্রমেই উত্তপ্ত ইউক্রেন যুদ্ধক্ষেত্র ছবি সংগৃহীত

ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের আরও একটি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রাশিয়া, যা যুদ্ধ পরিস্থিতিকে আরও ঘনীভূত করছে। শনিবার (স্থানীয় সময়) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি জানায় এবং জানায়, ইউক্রেনের সামরিক ও অবকাঠামোগত স্থাপনাগুলোতে একযোগে হামলা চালিয়েছে মস্কো।
 

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দোনেৎস্কে অগ্রগতি ছাড়াও ইউক্রেনের রেলপথ, সামরিক শিল্প কেন্দ্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ড্রোন প্রশিক্ষণ ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া, ইউক্রেনীয় ১৪০টি ড্রোন, ছয়টি হিমার্স ক্ষেপণাস্ত্র এবং চারটি গাইডেড বোমা ভূপাতিত করার কথাও জানিয়েছে রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী।
 

অন্যদিকে, ইউক্রেন পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দাবি করেছে, তারা শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার পর্যন্ত রাশিয়ার ১৩৬টি ড্রোন ধ্বংস করেছে। এছাড়া, রাশিয়ার ওরেনবার্গ অঞ্চলের একটি প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে সফল ড্রোন হামলা চালিয়েছে বলেও জানায় ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
 

সংঘাত প্রসঙ্গে আন্তর্জাতিক প্রতিক্রিয়াও উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ইউক্রেনে টমাহক ক্রুজ মিসাইল সরবরাহ সহজ হবে না এবং কিয়েভকে কিছু ছাড় দিতেও হতে পারে। তিনি বলেন, বিষয়টি এখনো তার বিবেচনার মধ্যে রয়েছে।

এদিকে যুক্তরাজ্যের সাবেক প্রতিরক্ষা প্রধান ফিল্ড মার্শাল ডেভিড রিচার্ডস মন্তব্য করেছেন, পশ্চিমা সহায়তা সত্ত্বেও ইউক্রেনের পক্ষে রাশিয়াকে পরাস্ত করা "অসম্ভব"। তার মতে, পশ্চিমারা কেবল লড়াইয়ের জন্য উৎসাহ দিয়েছে, কিন্তু জয়ের জন্য প্রয়োজনীয় উপকরণ দেয়নি। পরিস্থিতি বদলাতে হলে সরাসরি ন্যাটোর হস্তক্ষেপই একমাত্র উপায় বলে মনে করেন তিনি।
 

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এই প্রেক্ষাপটে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন। ফেসবুক পোস্টে তিনি বলেন, ইউরোপে একমাত্র হাঙ্গেরিই যুদ্ধ নয়, বরং শান্তির পক্ষে অবস্থান নিয়েছে। পুতিন-ট্রাম্প বৈঠক আয়োজনের সম্ভাবনা নিয়ে তিনি জানান, হাঙ্গেরি সংঘাতের কূটনৈতিক সমাধানে নিরবিচারে সমর্থন জানিয়ে যাচ্ছে।
 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্বিতীয় বছরে পা রাখলেও সংঘর্ষ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং নতুন নতুন অঞ্চল দখল ও পাল্টা হামলার ঘটনায় উত্তেজনা আরও তীব্র হচ্ছে — যার প্রভাব ছড়িয়ে পড়ছে ইউরোপীয় কূটনীতি এবং বিশ্বশান্তি প্রচেষ্টায়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের দাবিতে সংহতি জানাবে জাতীয় নাগরিক পার্টি

এমপিওভুক্ত শিক্ষকদের দাবিতে সংহতি জানাবে জাতীয় নাগরিক পার্টি