সমাবেশে ফিলিস্তিনি নেতা ইয়াহিয়া সিনওয়ার, ইসমাইল হানিয়া, লেবাননের সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ, ইরানি ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ ইজাদি (হাজ্জ রমজান), লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং নিহত ফিলিস্তিনি সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে আল-কাসসাম ব্রিগেড, সারায়া আল-কুদস, হিজবুল্লাহ ও আনসারুল্লাহর পতাকা প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ প্রতিবাদ, মানবাধিকার ও সংঘাতমুক্ত বিশ্বের প্রতি গুরুত্বারোপ করেন।
বিশ্লেষকরা মনে করছেন, নিউইয়র্কের এই সমাবেশ আন্তর্জাতিক পর্যায়ে ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য সংঘাতের প্রতি মানুষের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শান্তি ও সংলাপের আহ্বানকে শক্তিশালী করছে।