ঢাকা , মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ , ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজায় ৩০ এর বেশি ফিলিস্তিনি নিহতের পর যুদ্ধবিরতি পুনঃকার্যকর ঘোষণা ইসরায়েলের লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে ১২ সদস্যের তদন্ত কমিটি গঠন দেশে অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবেলায় জরুরি প্রস্তুতি বৈঠক ট্রাম্পের অর্থনৈতিক জনপ্রিয়তা ক্রমেই সংকটাপন্ন: নতুন জরিপে দেখা গেল ৫৫% বিরোধী ইরান গাজার যুদ্ধবিরতিতে ন্যায়বিচার নিশ্চিতের দাবি ফিলিস্তিন দুই রাষ্ট্র সমাধানে গ্যারান্টর হতে প্রস্তুত তুরস্ক মেক্সিকোতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৭২, নিখোঁজ ৪৮ নিউইয়র্কে নিহত নেতাদের স্মরণে শান্তিপূর্ণ সমাবেশ পাকিস্তান–আফগান সীমান্তে যুদ্ধবিরতি, কাতার-তুরস্ক মধ্যস্থতায় চুক্তি যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ বিক্ষোভ: ট্রাম্প-বিরোধী আন্দোলন জোরদার আজারবাইজানের হাতে পৌঁছাল পাকিস্তানের JF‑17 ব্লক‑৩; সর্বোচ্চ ৪০টি বিমান চুক্তি পুতিনের শর্ত: যুদ্ধবিরতির বিনিময়ে পুরো দোনেৎস্ক চায় রাশিয়া যুক্তরাষ্ট্রের বাণিজ্য কূটনীতি ও হাইপারসনিক যুদ্ধবাহিনী: চীনের সামনে দ্বৈত নীতি মার্কিন–চীন প্রযুক্তি যুদ্ধে ইউরোপের অস্তিত্ব সংকট আগাম নির্বাচনের পরিকল্পনা করছেন নেতানিয়াহু দুর্নীতির অভিযোগে চীনের শীর্ষ সেনা কর্মকর্তা হে ওয়েইডং বরখাস্ত তিব্বতে চীনের স্টেলথ ড্রোন “শার্প সোর্ড”: সীমান্তে নতুন উত্তেজনা পুরান ঢাকায় ছুরিকাঘাতে জবি ছাত্রদল নেতা জুবাইদ নিহত সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান, সোমবার থেকে আমরণ অনশন এমপিওভুক্ত শিক্ষকদের কুষ্টিয়ায় বসতঘরে কুপিয়ে হত্যা, পূর্বশত্রুতাকে কেন্দ্র করে ঘটনা

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যাকাণ্ড পরিকল্পিত: তদন্ত দাবি ভিসির, গ্রেফতারের আলটিমেটাম ছাত্রদলের

  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ১০:৪৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ১০:৪৩:১২ অপরাহ্ন
জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যাকাণ্ড পরিকল্পিত: তদন্ত দাবি ভিসির, গ্রেফতারের আলটিমেটাম ছাত্রদলের ছবি সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনকে ‘পরিকল্পিতভাবে হত্যা’ করা হয়েছে বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। রোববার (১৯ অক্টোবর) রাতে পুরান ঢাকার আরমানিটোলায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।
 

ভিসি জানান, এ ধরনের নৃশংস ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর উদ্বেগ প্রকাশ করছে। তিনি দ্রুত সময়ের মধ্যে দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এদিকে জুবায়েদের সহকর্মী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যরা দাবি করছেন, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত এবং এর সঙ্গে সংশ্লিষ্টরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িত। ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম অভিযোগ করেন, যারা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে, তারাই এই হত্যাকাণ্ডে জড়িত। একইসঙ্গে, জুবায়েদ যেই বাসায় টিউশনি করতে যেতেন, সেই পরিবারের সদস্যদেরও সন্দেহের তালিকায় এনেছেন তিনি। তিনি ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন।
 

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় এ ঘটনাকে দেশের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার অংশ হিসেবে উল্লেখ করে বলেন, দেশজুড়ে হত্যাকাণ্ডের ঘটনা বেড়েই চলেছে। তিনি দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সতর্ক করে বলেন, দাবি বাস্তবায়িত না হলে আন্দোলন আরও তীব্র করা হবে।
 

রোববার সন্ধ্যায় পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলির একটি বাড়ির সিঁড়ি থেকে জুবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছিলেন এবং কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করতেন।
 

বংশাল থানার ওসি রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তিনি আরও বলেন, জুবায়েদ যে বাসায় টিউশনি করাতে যেতেন, সেখানেই এ ঘটনা ঘটে।
 

বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাজনৈতিক সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে এই হত্যাকাণ্ড গভীর শোক ও ক্ষোভের জন্ম দিয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের দাবিতে সংহতি জানাবে জাতীয় নাগরিক পার্টি

এমপিওভুক্ত শিক্ষকদের দাবিতে সংহতি জানাবে জাতীয় নাগরিক পার্টি