ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছেন, অনুপ্রবেশকারীরা দেশের তরুণ প্রজন্মের জীবিকা কেড়ে নিচ্ছে এবং নারীদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। শুক্রবার (১৫ আগস্ট) দিল্লির লালকেল্লায় ৭৯তম স্বাধীনতা দিবসের ভাষণে তিনি অবৈধ অভিবাসন ঠেকাতে ‘জনবিন্যাস অভিযান’ চালুর ঘোষণা দেন।
মোদি বলেন, পরিকল্পিতভাবে দেশের জনবিন্যাস বদলে দেওয়ার ষড়যন্ত্র চলছে, যা জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক। অনুপ্রবেশকারীরা আদিবাসীদের জমি দখল করছে এবং সীমান্ত এলাকায় সংঘর্ষের বীজ বপন করছে। সম্প্রতি অবৈধ অভিবাসন রোধে ভারতের কেন্দ্রীয় সরকার তৎপরতা বাড়িয়েছে। বিভিন্ন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের আটক ও ফেরত পাঠানোর অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে সরব হয়েছে।
মোদি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, পূর্বপুরুষদের রক্ষিত স্বাধীনতা রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হবে।