জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য চলাকালে বিশ্বব্যাপী ব্যাপক বয়কটের ঘটনা ঘটেছে। তার ৪১ মিনিটের ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭টি দেশের প্রতিনিধি দল অধিবেশন কক্ষে ছিলেন না বলে নিশ্চিত করেছে ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, এই দেশগুলোর কূটনীতিকরা হয় অধিবেশনে উপস্থিতই হননি, কিংবা নেতানিয়াহু পোডিয়ামে উঠতেই বেরিয়ে যান। বর্জনকারীদের মধ্যে ছিল ইসরাইলের প্রতিবেশী মিসর, জর্ডান, লেবানন ও সিরিয়া। এছাড়া সৌদি আরব, তুরস্ক ও ইরানও অধিবেশনে অংশ নেয়নি।
যদিও সব অনুপস্থিতি সরাসরি রাজনৈতিক বয়কট নয় বলে জানিয়েছে ইসরাইলি কর্মকর্তারা। উদাহরণস্বরূপ, জর্ডান ও মিসর আসন গ্রহণ না করলেও প্রকাশ্যে বিক্ষোভে যোগ দেয়নি। অন্যদিকে পাকিস্তানি প্রতিনিধিরা প্রতিবাদ জানিয়ে হল ত্যাগ করেন, তবে বাইরে দাঁড়িয়ে নেতানিয়াহুর বক্তব্য শোনেন।
অন্যদিকে ২০২০ সালের আব্রাহাম চুক্তিতে সই করা বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা নিজ আসনে বসে বক্তৃতা শুনেছেন, যদিও গাজা ইস্যুতে তাদের সঙ্গে ইসরাইলের সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে।
বর্জনকারীদের তালিকায় আরও ছিল স্পেন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কুয়েত, কাতার, ওমানসহ লাতিন আমেরিকা, আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ।
ইসরাইলি কর্তৃপক্ষ বলেছে, এ ধরনের নাটকীয় অনুপস্থিতি দেখিয়েছে যে গাজা যুদ্ধের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের কূটনৈতিক সংকট আরও গভীর হচ্ছে।