প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) জাতির উদ্দেশে ভাষণ দেবেন। দুপুরে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ড চ্যানেলে একযোগে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।
এর আগে সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশনের আয়োজিত ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন তিনি। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে সরকারের বিভিন্ন উদ্যোগের দিকনির্দেশনাও দিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রধান উপদেষ্টার আজকের ভাষণে চলমান প্রশাসনিক কার্যক্রম, জাতীয় অর্থনীতি ও আসন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট