রাজধানীর নিকেতন এলাকায় একটি বাসার গ্যারেজ থেকে বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাসার নিরাপত্তা রক্ষী প্রথম সাপটি দেখতে পান। পরে বিষয়টি বাড়ির মালিক ও নিকেতন সোসাইটিকে জানানো হয়। সোসাইটি থেকে ট্রিপল নাইনের মাধ্যমে বনবিভাগের সহযোগিতা নেয়া হয়।
বনবিভাগের নির্দেশনায় বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ ওয়াইল্ডলাইফ এন্ড নেচার-সোয়ান’ সাপটি উদ্ধার করে।
উদ্ধার অভিযানে অংশ নেয়া স্বেচ্ছাসেবক আদনান জানান, সাপটি বিষধর গোখরা এবং সম্ভবত পাশের খাল থেকে এসে গ্যারেজে ঢুকে পড়ে। তিনি আরও বলেন, বনবিভাগের নির্দেশ অনুযায়ী সাপটিকে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেয়া হবে।
রাজধানীর নিকেতনে বাসার গ্যারেজ থেকে বিষধর গোখরা সাপ উদ্ধার
- আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ১০:১৯:৪৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ১০:১৯:৪৪ পূর্বাহ্ন
ছবি সংগৃহীত
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেস্ক রিপোর্ট