ঢাকা , বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ , ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাকসু নির্বাচন: ভিপি প্রার্থী ফল প্রত্যাখ্যান, জিএস প্রার্থী শিক্ষার্থীদের রায় মেনে নিলেন ডাকসু নির্বাচনে কয়েকটি হলের ফলাফল ঘোষণা ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ, উত্তেজনায় শিক্ষার্থীরা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন ফারুক আহম্মেদ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নতুন ডিজি ফিনল্যান্ডে বিশ্বের বৃহত্তম বালি ব্যাটারি উদ্বোধন: পুনর্নবীকরণযোগ্য শক্তি সংরক্ষণে নতুন যুগ ভারতের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৪: নতুন ভ্যারিয়েন্টে এআই ফিচার ও উন্নত ক্যামেরা ঢাকায় আজ বাংলাদেশ-ইইউ বৈঠক, অভিবাসন ও বাণিজ্যে জোর নেপালে বিক্ষোভে ভারত-নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা ডাকসু ভোটে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, ভিপি প্রার্থীর ক্ষোভ ডাকসু ভোটে ইশা সমর্থিত এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ডাকসু নির্বাচন: ঢাকা বিশ্ববিদ্যালয়জুড়ে সর্বোচ্চ নিরাপত্তা, প্রবেশে কড়া নিয়ন্ত্রণ ডাকসু ও হল সংসদ নির্বাচন আজ: শাহবাগসহ রাজধানীর কয়েকটি সড়ক বন্ধ থাকবে ঢাবির ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট আগামীকাল ভারত ও ইজরায়েল স্বাক্ষর করল দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি হায়দরাবাদের ঐতিহ্যবাহী মসজিদে রোহিঙ্গা আশ্রয় নিয়ে বিতর্ক ট্রাম্পের শেষ সতর্কবার্তা: হামাসও যুদ্ধবিরতি মানুক নেপালে জেন-জি বিক্ষোভ: নিহত বেড়ে ১৯, কারফিউ বাড়লো নেপালে জেনারেশন জেড বিক্ষোভে রক্তক্ষয়ী সহিংসতা: স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ! ইরান-ইরাক সম্পর্ক ভ্রাতৃত্বের বন্ধনে দৃঢ়: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

বিধি লঙ্ঘন করে তদবির নয়: পুলিশ সদস্যদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৭ নির্দেশনা

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১০:২৭:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১০:২৭:০৫ পূর্বাহ্ন
বিধি লঙ্ঘন করে তদবির নয়: পুলিশ সদস্যদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৭ নির্দেশনা ছবি সংগৃহীত

পদোন্নতি ও অন্যান্য প্রশাসনিক বিষয়ে অপ্রয়োজনীয় তদবির থেকে পুলিশ সদস্যদের বিরত থাকতে জরুরি নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়, যেখানে স্বাক্ষর করেন উপ-সচিব মো. মাহবুবুর রহমান।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ পুলিশের কিছু সদস্য অফিস চলাকালে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করে মন্ত্রণালয়ে এসে বিভিন্ন বিষয়ে তদবির করছেন। এ ধরনের কর্মকাণ্ডে মন্ত্রণালয়ের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বিব্রত হচ্ছেন। এ ধরনের অনভিপ্রেত তদবির নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।


এছাড়া দেখা গেছে, পুলিশ সদর দফতর থেকে অনেক সময় শেষ মুহূর্তে চিঠি পাঠানো হয় এবং চিঠির বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার আগেই সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন উপায়ে যোগাযোগ শুরু করেন। এতে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা দেখা দেয়। আরও বলা হয়, অনেক প্রস্তাব অসম্পূর্ণ বা নিয়মবহির্ভূতভাবে পাঠানো হয়, যা কার্যক্রম বাস্তবায়নে সমস্যা তৈরি করছে।


এই পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাতটি জরুরি নির্দেশনা জারি করেছে, যা হলো:

১) নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা যাবে না।

২) পদোন্নতি বা অন্য কোনো বিষয়ে অপ্রয়োজনীয় তদবির করা যাবে না।

৩) যথাসময়ে স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব পাঠাতে হবে।

৪) বহিঃবাংলাদেশ ছুটির কাগজপত্র যথাযথভাবে যাচাই করে পাঠাতে হবে।

৫) চিকিৎসাজনিত ছুটির ক্ষেত্রে মেডিকেল বোর্ডের প্রত্যয়নসহ প্রতিবেদন দিতে হবে।

৬) আন্তঃমন্ত্রণালয় যোগাযোগে 'রুলস অব বিজনেস' অনুসরণ করতে হবে।

৭) প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ জেমস আইডিতে তথ্য হালনাগাদ রাখতে হবে।


এই নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 
 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেপালের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিলো সেনাবাহিনী, সহিংসতায় নিহত ১৯

নেপালের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিলো সেনাবাহিনী, সহিংসতায় নিহত ১৯