প্রতিবেদক: হাবিব জুয়েল
গণঅভ্যুত্থানে রাজশাহীতে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় ৯টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। এরমধ্যে দুটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও সাবেক মেয়র এএইচ খায়রুজ্জামান লিটনসহ ২৪৪ জনকে আসামি করা হয়েছে।
বুধবার, ৩ সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান।
তিনি বলেন, ৯টি মামলার তদন্ত করেছে গোয়েন্দা পুলিশ। তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।
এর আগে, গত বছর ৫ আগস্ট রাজশাহী মহানগরে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় সাকিব আনজুম ও আলী রায়হান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে আলাদা দুটি হত্যা মামলায় আসামি করা হয় শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও খায়রুজ্জামান লিটনকে।
নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta
রাজশাহীতে জুলাই-আগস্টের ঘটনায় ৯ মামলার চার্জশিট দাখিল
- আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০৭:১০:৩৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০৭:১০:৩৬ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ