ঢাকা , মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৩ বছর পর মুক্তি পেলেন হামাসের কিংবদন্তি কমান্ডার মাহমুদ ইসা কনেসেটে ট্রাম্পের বক্তব্যে বাধা দিলেন এমপি আয়মান ওদেহ ইন্তেকাল করেছেন মুসলিম ওয়ার্ল্ড লীগের সাবেক মহাসচিব আব্দুল্লাহ ওমর নাসিফ ইসরায়েলি কারাগার থেকে ফিরছেন ফিলিস্তিনি বন্দীরা ভয়াবহ মানসিক আঘাত নিয়ে ইরানের ঘোষণা: আইএইএ-র সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিত রাশিয়ার জ্বালানি স্থাপনায় ইউক্রেনের হামলায় যুক্তরাষ্ট্রের গোপন গোয়েন্দা সহায়তা উত্তর-পশ্চিম গাজায় ধ্বংসযজ্ঞ পরিদর্শনে সিটি মেয়র যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থায় ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই বেলজিয়ান F-16 ইউক্রেনে পাঠাচ্ছে, আকাশ প্রতিরক্ষা শক্তিশালী হবে দেইর ইজ-জোরের তেলক্ষেত্র সিরিয়ার হাতে ফিরছে, SDF স্থানীয় বাজারে অংশ রাখবে ভেনিজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের সর্ববৃহৎ সামরিক উপস্থিতি মাউন্টেন হোমে কাতারের ১০ বছরের বিমান ঘাঁটি স্থাপন তুরস্ক–সিরিয়া নিরাপত্তা বৈঠক আঙ্কারায় আড়ালে ইসরায়েলের সঙ্গে মিলিত আরব দেশগুলো, গোপনে হামাস-বিরোধী মহড়া মিশরে দুর্ঘটনায় কাতারের চার কূটনীতিক নিহত হুথিরা লোহিত সাগরে হামলা স্থগিত করেছে—গাজার যুদ্ধবিরতির প্রতি সংহতি মিশরে সড়ক দুর্ঘটনায় কাতারি কর্মকর্তাদের মৃত্যু, কূটনীতিক নন ট্রাম্পের ১০০% চীনা শুল্কের ঘোষণা, বৈশ্বিক ক্রিপ্টো ও স্টক মার্কেটে ধস উত্তর কোরিয়ার সর্বাধুনিক Hwasong-20 পারমাণবিক ICBM উন্মোচন আলজেরিয়ার ইতিহাসে সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট: ২৫ বিলিয়ন ডলার

চাঁদপুরে মহানবী (সা.) এর প্রতি ‘অসম্মান’ করার অভিযোগে খতিবকে কুপিয়ে জখম, হামলাকারী আটক

  • আপলোড সময় : ১২-০৭-২০২৫ ০১:১২:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৫ ০১:১৫:৩৪ পূর্বাহ্ন
চাঁদপুরে মহানবী (সা.)  এর প্রতি ‘অসম্মান’ করার অভিযোগে খতিবকে কুপিয়ে জখম, হামলাকারী আটক ছবি: সংগৃহীত
চাঁদপুর সদর উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে ‘অসম্মান’ করার অভিযোগ তুলে এক মসজিদের খতিবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। স্থানীয়রা হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
 
আহত খতিব মাওলানা আ. ন. ম. নূরুর রহমান মাদানী (৬০) চাঁদপুর সদরের গুনরাজদি এলাকার বাসিন্দা। তিনি জেলার বিভিন্ন মসজিদে নিয়মিত খুতবা দিয়ে থাকেন। অভিযুক্ত বিল্লাল হোসেন (৫০) সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। বর্তমানে শহরের বকুলতলায় বসবাস করেন এবং ক্ষুদ্র ব্যবসায়ী।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক সপ্তাহ আগে এক জুমার খুতবায় খতিব নূরুর রহমান মাদানী মহানবী (সা.)-কে ‘ইসলামের বার্তাবাহক’ হিসেবে উল্লেখ করেছিলেন। এ বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বিল্লাল হোসেন শুক্রবার জুমার নামাজ শেষে খতিবের ওপর ধারালো চাপাতি নিয়ে হামলা চালান। তার চাপাতিতে লেখা ছিল, “আমার নবীজীকে অপমান করার কারণে তাকে হত্যা করা হলো।”
 
হামলায় খতিবের কান মারাত্মকভাবে জখম হয়। মসজিদের মুসল্লিরা তাকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
 
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান, হামলাকারী বিল্লাল হোসেন ঘটনাস্থলেই আটক হন এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে।
 
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ বিভিন্ন ইসলামিক দল। চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, “আমরা ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকা সেনানিবাসের ভবন সাময়িক কারাগার ঘোষণা

ঢাকা সেনানিবাসের ভবন সাময়িক কারাগার ঘোষণা