বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও তিনটি হত্যা চেষ্টার মামলায় রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) জাহাঙ্গীর হোসেন তুহিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে নগরীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পাশের কেরামতিয়া মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ওই দিন সন্ধ্যায় শহরের কেরানিপাড়া রায় এলাকা থেকে জাহাঙ্গীর হোসেন তুহিনকে গ্রেফতার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আনুষ্ঠানিকভাবে আটক দেখানো হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে রংপুরের কোতোয়ালি, তাজহাট ও মাহিগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং হত্যাচেষ্টার অভিযোগে তিনটি পৃথক মামলা রয়েছে।
পুলিশের কর্মকর্তারা আরও জানান, গ্রেফতারকৃত তুহিন রংপুর মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। রোববার (২৬ অক্টোবর) তাকে আদালতে হাজির করার প্রস্তুতি নিয়েছে পুলিশ।
ডেস্ক রিপোর্ট