বাংলাদেশের সাবেক পুলিশ কর্মকর্তা সোহেল রানা, যিনি বিভিন্ন আর্থিক প্রতারণার মামলায় অভিযুক্ত, দক্ষিণপূর্ব ইউরোপের আলবেনিয়ায় আটক অবস্থায় রাজনৈতিক আশ্রয় চাইছেন। গত ৯ মাস ধরে আলবেনিয়ার জেলখানায় বন্দি থাকা রানা নিজেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় দাবি করেছেন এবং তিনি জানান, দেশে ফেরত পাঠানো হলে তার জীবন বিপন্ন হতে পারে।
সোহেল রানার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন আদালতে ৯টি আর্থিক প্রতারণার মামলা রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো অনলাইন ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-অরেঞ্জ’-এর সাথে সংযুক্ত ১,১০০ কোটি টাকার প্রতারণা। তিনি ২০২১ সালে দেশের বাইরে পলায়ন করেন। পালানোর পথে তিনি পশ্চিমবঙ্গে ধরা পড়লেও জামিনে মুক্তি নিয়ে পর্তুগাল হয়ে আলবেনিয়ায় পৌঁছান। ২০২২ সাল থেকে তার খোঁজে ইন্টারপোল ‘রেড নোটিস’ জারি করে। অবশেষে ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি আলবেনিয়ায় গ্রেফতার হন।
বাংলাদেশ পুলিশ সদর দফতরের মুখপাত্র এএইচএম শাহাদাত হোসাইন জানান, দেশে ফেরত আনার জন্য আলবেনিয়ার ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে একাধিক চিঠি পাঠানো হলেও এখনও কোন প্রতিক্রিয়া মেলেনি। বন্দি সোহেল আলবেনিয়ার কর্তৃপক্ষকে জানাচ্ছেন, দেশে ফেরানো হলে তাকে মৃত্যুদণ্ডের মুখে পড়তে হতে পারে।
এ ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার ও রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত আইনি প্রক্রিয়া বর্তমানে আলোচনার মধ্যে রয়েছে।
ডেস্ক রিপোর্ট