ঢাকা , রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ , ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পশ্চিম তীরে ফিলিস্তিনি কৃষকের ওপর ইসরায়েলি হামলা, ভিডিও ভাইরাল ট্রাম্পের আক্রমণের লক্ষ্য নতুন কোনো দেশ? পাঁচ বছরে চিহ্নিত ৩১৪ উপজেলা সড়ক দুর্ঘটনাপ্রবণ: রোড সেফটি ফাউন্ডেশন শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজে আগুন: তদন্তে যুক্ত হচ্ছে চার দেশের বিশেষজ্ঞ বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭,৯১৭ প্রার্থী যুক্তরাষ্ট্র থেকে প্রথমবার জিটুজি পদ্ধতিতে গম আমদানি শুরু করল বাংলাদেশ হেমন্তে ঠোঁট ফাটা রোধে ঘরোয়া যত্ন: পুষ্টিবিদের কার্যকর টিপস গাজরের রসে চুল ঘন হয় সত্যি? জানুন পুষ্টিবিদদের বিশ্লেষণ মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক খুন: সহকর্মীসহ ৬ জন গ্রেপ্তার ট্রাম্প–শি বৈঠক নিয়ে আশাবাদী ট্রাম্প: বাণিজ্য ও তাইওয়ান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা মিরপুরের কালশীতে কমিউনিটি সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট ইসকন নিষিদ্ধের দাবি ইন্তিফাদা বাংলাদেশ ও কয়েকটি ইসলামী সংগঠনের শাহবাগে এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১ বাংলাদেশে ইসরাইলি শিপিং নেটওয়ার্কের ছায়া? বিতর্কে ট্রাইডেন্ট লাইন উপদেষ্টাদের নিরপেক্ষতা প্রশ্নে অধ্যাদেশ প্রস্তাব, ফাওজুল কবিরের ফেসবুক বার্তা গাজার পুনর্গঠনে আন্তর্জাতিক টাস্কফোর্স, তুরস্কের নেতৃত্বে সম্মিলিত উদ্যোগ গাজায় ইসরাইলকে চাপ দাও, তুরস্কের আহ্বান — এরদোগানের স্পষ্ট বার্তা প্যাংগং হ্রদে চীনের বড় সামরিক নির্মাণ, স্যাটেলাইটে ধরা পড়ল অস্ত্রাগার ও বাঙ্কার কিশোরগঞ্জে খালে ডুবে একই পরিবারের ৩ শিশু নিহত ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হচ্ছেন কাশ্মীরের শত্রু সেই সূর্যকান্ত শর্মা

ট্রাম্পের আক্রমণের লক্ষ্য নতুন কোনো দেশ?

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ১০:২৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ১০:২৭:১৫ অপরাহ্ন
ট্রাম্পের আক্রমণের লক্ষ্য নতুন কোনো দেশ? ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় কোকেন তৈরির স্থল ও মাদক পাচারের রুটে সামরিক হামলার বিভিন্ন অপশন বিবেচনা করছেন; তবে সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি—এই তথ্য সিএনএনকে জানিয়েছেন তিনজন আমেরিকান কর্মকর্তা। একই সময়ে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে শক্তি মোতায়েন বাড়িয়েছে এবং সিআইএকে গোপন অভিযান চালানোর অনুমতি দেওয়া হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে।
 
সূত্র জানায়, প্রশাসন ভেনেজুয়েলার অভ্যন্তরে মাদক কারখানাকে নিশানা করার পরিকল্পনা গ্রহণের কথা ভাবছে; তবে কূটনৈতিক চ্যানেল পুরোপুরি বন্ধ হয়নি। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইউরোপ থেকে এক আধুনিক বিমানবাহী স্ট্রাইক গ্রুপ ক্যারিবীয় অঞ্চলে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং ওই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, প্রেসিডেন্টের কাছে বিভিন্ন প্রস্তাব পেশ করা হয়েছে এবং সরকারি পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন চলছে—তবে এখন প্রধান ফোকাস মাদকের আস্তানায় লক্ষ্যবস্তু হামলার দিকেই।
 
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মার্কিন নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌকাগুলোর ওপর হামলা চালিয়ে আসছে; হেগসেথের তথ্যে সাম্প্রতিক এক হামলায় ছয়জন নিহত হয়েছেন এবং গত মাসে অভিযান শুরু হওয়ার পর থেকে মোট ১০টি নৌযানে হামলা চালিয়ে ৪৩ জন নিহত হয়েছেন। কিছু কর্মকর্তার বরাতে সিএনএন জানিয়েছে, ট্রাম্প প্রশাসন মাদুরোকে মাদকচর্চার সঙ্গে জড়িত হিসেবে প্রমাণ করে তাকে বিচলিত করার কৌশলও বিবেচনা করছে—তাতে রাজনৈতিক চাপ তৈরি হতে পারে।
 
এদিকে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রকাশিত তথ্যভাণ্ডারে ভেনেজুয়েলার অবস্থান স্পষ্ট—জাতিসংঘের মাদক ও অপরাধসংক্রান্ত দপ্তর (UNODC) ও যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (DEA)-র প্রতিবেদন অনুযায়ী কোকা গাছের প্রধান চাষাভূমি কলম্বিয়া, পেরু ও বলিভিয়া; ভেনেজুয়েলা কোকেন উৎপাদনকারী মূল দেশ হিসেবে তালিকাভুক্ত নয়। তবু প্রশাসনের কর্মকর্তারা বলছেন, ভেনেজুয়েলার মধ্য দিয়ে কিছু মাদকপন্যা পাচার হয় এবং ২০২০ সালে একটি ফেডারেল বিচারালয় নিকোলাস মাদুরোকে নারকো-সন্ত্রাস ও কোকেন আমদানির ষড়যন্ত্রে অভিযুক্ত করেছে—এই প্রেক্ষাপট থেকেই কৌশলগত আলোচনা চলছে।
 
শাসন পরিবর্তন লক্ষ্য করে কিছু আমেরিকান কর্মকর্তা মাদকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলে তাতে মাদুরো দুর্বল হতে পারে বলে মনে করেন। তথাপি সরকারিভাবে বড় ধরনের স্থল অভিযান চালাতে হলে কংগ্রেসের অনুমোদন বা অন্তত কংগ্রেসকে জানানোর প্রয়োজন হতে পারে—এই সীমারেখা কর্মকর্তারা স্বীকার করেছেন। ট্রাম্প নিজে বলেছে, তিনি হয়তো আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা চাইবেন না, কিন্তু সন্দেহভাজন মাদক পাচারকারীদের বিরুদ্ধে হামলা চালাতে সক্ষম হবেন এবং প্রয়োজনে কংগ্রেসকে জানাবেন।
 
পেন্টাগন বলছে, ক্যারিবীয় অঞ্চলে USS Gerald R. Ford স্ট্রাইক গ্রুপসহ বিমানযান মোতায়েনের উদ্দেশ্য আন্তর্জাতিক অপরাধী সংগঠন ভাঙা এবং মাদক সন্ত্রাস মোকাবিলা—তবে এই পদক্ষেপে ওই অঞ্চলে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা আরও বেড়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গবেষণা ও উদ্ভাবনে জোর না দিলে সমৃদ্ধ জাতি গঠন সম্ভব নয়: জনপ্রশাসন সচিব

গবেষণা ও উদ্ভাবনে জোর না দিলে সমৃদ্ধ জাতি গঠন সম্ভব নয়: জনপ্রশাসন সচিব