ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক সপ্তাহ পর ইরানে আংশিকভাবে ফিরল মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট এখনো বন্ধ জুলাই বিপ্লবের যোদ্ধাদের আইনি সুরক্ষা: ‘দায়মুক্তি আইন’ অনুমোদন লক্ষ্মীপুরে এনআইডি সংগ্রহ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: আহত ১৩, সদর হাসপাতালে উত্তেজনা জীবননগরে বিএনপি নেতা শামসুজ্জামানের দাফন সম্পন্ন: নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি পরিবারের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত: ২৫৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস একদিনে রাজধানীর পাঁচ স্থানে অবরোধ, দিনভর ভোগান্তি গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে ডাকসুর ১৫ দফা কর্মসূচি ঘোষণা গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হলে ন্যাটো আরও শক্তিশালী হবে: ডোনাল্ড ট্রাম্প নিখোঁজ শিশু উদ্ধারে দেশে প্রথমবার চালু হলো টোল-ফ্রি হেল্পলাইন ও ‘মুন অ্যালার্ট’ কর্মসংস্থান ও রেমিট্যান্স জোরদারে ৬০ হাজার চালক প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ইসিতে চতুর্থ দিনে ৫৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ১৫টি আপিল খারিজ ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশ, সহিংসতা ও যোগাযোগ বিচ্ছিন্নতার আশঙ্কা যুদ্ধের প্রস্তুতির বার্তা ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি উচ্চশিক্ষার মানোন্নয়নে ঢাকায় বসছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন শাবিপ্রবিতে মধ্যরাতে উত্তাল ক্যাম্পাস: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট চার মিশনের প্রেস সচিবকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ মোবাইল অ্যাপেই রিচার্জ হবে মেট্রোরেলের কার্ড: লাইনে দাঁড়ানোর দিন শেষ! ইমানদারের প্রকৃত পরিচয় কী: কুরআন ও হাদিসের আলোকে চরিত্রের মানদণ্ড

ট্রাম্পের আক্রমণের লক্ষ্য নতুন কোনো দেশ?

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ১০:২৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ১০:২৭:১৫ অপরাহ্ন
ট্রাম্পের আক্রমণের লক্ষ্য নতুন কোনো দেশ? ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় কোকেন তৈরির স্থল ও মাদক পাচারের রুটে সামরিক হামলার বিভিন্ন অপশন বিবেচনা করছেন; তবে সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি—এই তথ্য সিএনএনকে জানিয়েছেন তিনজন আমেরিকান কর্মকর্তা। একই সময়ে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে শক্তি মোতায়েন বাড়িয়েছে এবং সিআইএকে গোপন অভিযান চালানোর অনুমতি দেওয়া হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে।
 
সূত্র জানায়, প্রশাসন ভেনেজুয়েলার অভ্যন্তরে মাদক কারখানাকে নিশানা করার পরিকল্পনা গ্রহণের কথা ভাবছে; তবে কূটনৈতিক চ্যানেল পুরোপুরি বন্ধ হয়নি। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইউরোপ থেকে এক আধুনিক বিমানবাহী স্ট্রাইক গ্রুপ ক্যারিবীয় অঞ্চলে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং ওই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, প্রেসিডেন্টের কাছে বিভিন্ন প্রস্তাব পেশ করা হয়েছে এবং সরকারি পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন চলছে—তবে এখন প্রধান ফোকাস মাদকের আস্তানায় লক্ষ্যবস্তু হামলার দিকেই।
 
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মার্কিন নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌকাগুলোর ওপর হামলা চালিয়ে আসছে; হেগসেথের তথ্যে সাম্প্রতিক এক হামলায় ছয়জন নিহত হয়েছেন এবং গত মাসে অভিযান শুরু হওয়ার পর থেকে মোট ১০টি নৌযানে হামলা চালিয়ে ৪৩ জন নিহত হয়েছেন। কিছু কর্মকর্তার বরাতে সিএনএন জানিয়েছে, ট্রাম্প প্রশাসন মাদুরোকে মাদকচর্চার সঙ্গে জড়িত হিসেবে প্রমাণ করে তাকে বিচলিত করার কৌশলও বিবেচনা করছে—তাতে রাজনৈতিক চাপ তৈরি হতে পারে।
 
এদিকে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রকাশিত তথ্যভাণ্ডারে ভেনেজুয়েলার অবস্থান স্পষ্ট—জাতিসংঘের মাদক ও অপরাধসংক্রান্ত দপ্তর (UNODC) ও যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (DEA)-র প্রতিবেদন অনুযায়ী কোকা গাছের প্রধান চাষাভূমি কলম্বিয়া, পেরু ও বলিভিয়া; ভেনেজুয়েলা কোকেন উৎপাদনকারী মূল দেশ হিসেবে তালিকাভুক্ত নয়। তবু প্রশাসনের কর্মকর্তারা বলছেন, ভেনেজুয়েলার মধ্য দিয়ে কিছু মাদকপন্যা পাচার হয় এবং ২০২০ সালে একটি ফেডারেল বিচারালয় নিকোলাস মাদুরোকে নারকো-সন্ত্রাস ও কোকেন আমদানির ষড়যন্ত্রে অভিযুক্ত করেছে—এই প্রেক্ষাপট থেকেই কৌশলগত আলোচনা চলছে।
 
শাসন পরিবর্তন লক্ষ্য করে কিছু আমেরিকান কর্মকর্তা মাদকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলে তাতে মাদুরো দুর্বল হতে পারে বলে মনে করেন। তথাপি সরকারিভাবে বড় ধরনের স্থল অভিযান চালাতে হলে কংগ্রেসের অনুমোদন বা অন্তত কংগ্রেসকে জানানোর প্রয়োজন হতে পারে—এই সীমারেখা কর্মকর্তারা স্বীকার করেছেন। ট্রাম্প নিজে বলেছে, তিনি হয়তো আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা চাইবেন না, কিন্তু সন্দেহভাজন মাদক পাচারকারীদের বিরুদ্ধে হামলা চালাতে সক্ষম হবেন এবং প্রয়োজনে কংগ্রেসকে জানাবেন।
 
পেন্টাগন বলছে, ক্যারিবীয় অঞ্চলে USS Gerald R. Ford স্ট্রাইক গ্রুপসহ বিমানযান মোতায়েনের উদ্দেশ্য আন্তর্জাতিক অপরাধী সংগঠন ভাঙা এবং মাদক সন্ত্রাস মোকাবিলা—তবে এই পদক্ষেপে ওই অঞ্চলে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা আরও বেড়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এক সপ্তাহ পর ইরানে আংশিকভাবে ফিরল মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট এখনো বন্ধ

এক সপ্তাহ পর ইরানে আংশিকভাবে ফিরল মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট এখনো বন্ধ