বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা যৌক্তিক দাবিতে আন্দোলন চলাকালে পুলিশের হাতে রক্তাক্ত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেছেন, এ ধরনের হামলার ব্যাখ্যা প্রশাসনের দিতে হবে এবং শিক্ষার্থীরা ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করলে তাদের ওপর কোনো ধরনের নিপীড়ন গ্রহণযোগ্য নয়।
বুধবার (২৭ আগস্ট) সারজিস আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ক্ষোভ প্রকাশ করেন। পোস্টে তিনি লিখেছেন, যৌক্তিক দাবি কিংবা যেকোনো ধরনের অবিচারের বিরুদ্ধে লড়াইয়ে এনসিপির অবস্থান সবসময় স্পষ্ট থাকবে। বুয়েট শিক্ষার্থীদের দাবি সমূহকে সমর্থন জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের প্রতি তিনি ঘৃণা প্রকাশ করছেন।
এর আগে আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকজন বুয়েট শিক্ষার্থী আহত হওয়ার খবর সামনে আসে, যা সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সারজিস আলম মনে করেন, শিক্ষার্থীদের উপর শক্তি প্রয়োগ করে প্রশাসন শুধু অনৈতিক কাজই করেনি, বরং এটি তাদের নাগরিক অধিকারেরও লঙ্ঘন।
ডেস্ক রিপোর্ট