হিগিন্স সম্প্রতি আইরিশ টেলিভিশন আরটিই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, গাজ্জার অবস্থা “অস্বাভাবিক ও জটিল”, যেখানে ইসরাইলি মন্ত্রিসভার সদস্যরা প্রকাশ্যে বেআইনি কার্যক্রমে আগ্রহ দেখাচ্ছেন। তিনি উল্লেখ করেন, পশ্চিম তীর ও গাজ্জার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করার প্রস্তাবও মূলত জবাবদিহিহীনতার প্রতিফলন, যা গণতন্ত্র ও আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।
প্রেসিডেন্ট হিগিন্স প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি অস্ত্র প্রতিযোগিতার দিকে ধাবিত হওয়ার সম্ভাবনাকেও সতর্ক করে দেখান, যেখানে মানবিক মূল্যবোধ সম্পূর্ণভাবে উপেক্ষিত হতে পারে। তিনি বলেন, গাজ্জায় যে সহিংসতা ও গণহত্যা চলছে, তা দীর্ঘদিন ধরে অনির্বাচিত রাজনৈতিক ব্যর্থতার কারণে মনোযোগ সরানোর কারণ হতে পারে না।
তিনি শেষমেষ স্মরণ করিয়ে দেন যে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ‘চ্যাপ্টার সেভেন’ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে পারেন। এর মাধ্যমে নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়াই প্রয়োজন অনুযায়ী বলপ্রয়োগসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া সম্ভব।