হামাস মঙ্গলবার ইসরাইলের কাছে চার জন জিম্মির মৃতদেহ হস্তান্তর করেছে। স্থানীয় সময় রাতের দিকে রেড ক্রস কফিনে মরদেহগুলো উদ্ধার করে ইসরাইলি সেনাবাহিনীর কাছে তুলে দেয়। হামাসের এই পদক্ষেপটি আসছে এমন সময়ে যখন ইসরাইল গাজায় মানবিক ত্রাণ সরবরাহ সীমিত করার হুমকি দিয়েছে, যতক্ষণ না নিহত ২৮ জন জিম্মির মরদেহ ফেরত দেয়া হয়।
এর আগে, সোমবার হামাস ২০ জন জীবিত এবং চার জন মৃত জিম্মিকে ফেরত দিয়েছে। এই উদ্যোগ ইসরাইল-হামাসের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে নেওয়া হয়েছে। কিন্তু ইসরাইল অভিযোগ করেছে, হামাস চুক্তি লঙ্ঘন করছে এবং তাই গাজায় ত্রাণ ট্রাকের সংখ্যা অর্ধেক কমিয়ে আনার ঘোষণা দিয়েছে।
রেড ক্রস জানিয়েছে, মঙ্গলবার গাজায় ৪৫ জন ফিলিস্তিনির দেহাবশেষ ফেরত দেয়া হয়েছে। অন্যদিকে, ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেছেন, চুক্তি লঙ্ঘনের ক্ষেত্রে ‘গুরুতর প্রতিক্রিয়া’ দেওয়া হবে। আইডিএফও হামাসকে চুক্তির অংশ বাস্তবায়নের জন্য জোর দিয়েছে এবং সমস্ত জিম্মি তাঁদের পরিবারের কাছে ফেরত দেয়ার দাবি করেছে।
বিবিসির তথ্য অনুযায়ী, যদিও জীবিত সমস্ত জিম্মিকে ছেড়ে দেয়া হয়েছে, হামাস এখনও ২০ জন মৃত জিম্মির মরদেহ ফেরত দিতে পারেনি। এতে করে যুদ্ধবিরতি ভাঙার আশঙ্কা বাড়ছে। হামাসের দাবি, মৃত জিম্মিদের দেহাবশেষ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।
এদিকে, গাজায় হামাস নেতৃত্ব শত শত নিরাপত্তা বাহিনী নিয়োগ দিয়েছে এবং ইসরাইলের সহযোগিতার অভিযোগে কিছুজনকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে।