মঙ্গলবার আঙ্কারায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, “গাজায় মানবিক বিপর্যয় ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। হাজারো মানুষ ঘরবাড়িহীন। আমাদের প্রথম লক্ষ্য হবে তাদের মাথার ওপর একটি ছাদ তুলে দেওয়া।”
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে—বিশেষ করে উপসাগরীয় দেশগুলো, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোকে—গাজার পুনর্গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। এরদোয়ানের ভাষায়, “এটা শুধু রাজনৈতিক নয়, মানবতার প্রশ্ন। গাজার মানুষকে বাঁচাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
তুরস্ক গত এক দশকেরও বেশি সময় ধরে ফিলিস্তিনে মানবিক সহায়তা ও অবকাঠামো প্রকল্পে সক্রিয় ভূমিকা রেখে আসছে। সাম্প্রতিক সংঘর্ষের পর গাজা এখন প্রায় সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করেছে, শীতের আগে পুনর্গঠন শুরু না হলে সেখানে বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।