ঢাকা , বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ , ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাফাহ সীমান্ত বন্ধ রাখা হচ্ছে — বেঁধে দেওয়া শর্ত: ‘বন্দীদের মৃতদেহ ফেরত না দিলে খুলব না’ ন্যাটোর পারমাণবিক মহড়া শুরু, বার্তা ‘প্রস্তুত যে কোনো হুমকির জন্য’ তুর্কি জাতির ঐক্য: আজারবাইজানে ঘোষিত ৩৪ অক্ষরের একক বর্ণমালা ইউরোপে ভ্রমণ নীতি বদল: বায়োমেট্রিক রেজিস্ট্রেশন বাধ্যতামূলক বেলজিয়ামে পৌঁছাল প্রথম F-35 যুদ্ধবিমান তেহরানে ‘ব্লেসড ভার্জিন মেরি’ নামে নতুন মেট্রো স্টেশন উদ্বোধন ইসরায়েল চুক্তির সমালোচনায় বরখাস্ত অ্যামাজনের ফিলিস্তিনি প্রকৌশলী সুদান–পাকিস্তান ২৩ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর এরদোয়ান: গাজা পুনর্গঠন এখন সময়ের দাবি মিরপুর রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু ৩৩ বছর পর মুক্তি পেলেন হামাসের কিংবদন্তি কমান্ডার মাহমুদ ইসা কনেসেটে ট্রাম্পের বক্তব্যে বাধা দিলেন এমপি আয়মান ওদেহ ইন্তেকাল করেছেন মুসলিম ওয়ার্ল্ড লীগের সাবেক মহাসচিব আব্দুল্লাহ ওমর নাসিফ ইসরায়েলি কারাগার থেকে ফিরছেন ফিলিস্তিনি বন্দীরা ভয়াবহ মানসিক আঘাত নিয়ে ইরানের ঘোষণা: আইএইএ-র সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিত রাশিয়ার জ্বালানি স্থাপনায় ইউক্রেনের হামলায় যুক্তরাষ্ট্রের গোপন গোয়েন্দা সহায়তা উত্তর-পশ্চিম গাজায় ধ্বংসযজ্ঞ পরিদর্শনে সিটি মেয়র যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থায় ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই বেলজিয়ান F-16 ইউক্রেনে পাঠাচ্ছে, আকাশ প্রতিরক্ষা শক্তিশালী হবে দেইর ইজ-জোরের তেলক্ষেত্র সিরিয়ার হাতে ফিরছে, SDF স্থানীয় বাজারে অংশ রাখবে

রাকসু নির্বাচন জরিপে এগিয়ে ছাত্রশিবিরপন্থী ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’

  • আপলোড সময় : ১৫-১০-২০২৫ ০২:০০:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৫ ০২:০০:১০ পূর্বাহ্ন
রাকসু নির্বাচন জরিপে এগিয়ে ছাত্রশিবিরপন্থী ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ২০২৫-এর সম্ভাব্য ফলাফলের এক জরিপে দেখা গেছে, ভিপি, জিএস ও এজিএস—তিনটি গুরুত্বপূর্ণ পদেই এগিয়ে আছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। জরিপে দ্বিতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা এবং তৃতীয় স্থানে রয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’।
 

মঙ্গলবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে এই জরিপের ফল প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা ‘সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশ’। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান রিচি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত বক্তব্যে জানান, ১ হাজার ২৮৪ জন আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীর ওপর এই জরিপ চালানো হয়।
 

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪০.৪ শতাংশ নারী, ১৩.২ শতাংশ ধর্মীয় সংখ্যালঘু এবং ২.৩ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ছিলেন। এর মধ্যে ৭৯.৬ শতাংশ শিক্ষার্থী রাকসু নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন। ছাত্রীদের ক্ষেত্রে এই হার ৬৯.৪ শতাংশ, আর ছাত্রদের মধ্যে ৮৬.৫ শতাংশ। ৮৫.৭ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে।
 

ভোটের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার প্রবণতা জরিপে স্পষ্ট হয়েছে; ৮২.৩ শতাংশ ভোটার প্যানেলের চাইতে দক্ষ প্রার্থীকে বেছে নেওয়ার কথা জানিয়েছেন। ৭৭.৪ শতাংশ বলেছেন, ব্যক্তিগত পরিচয় বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নয়, যোগ্যতার ভিত্তিতেই ভোট দেবেন।
 

ফলাফলে দেখা যায়, ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ ভিপি পদে ৪৯ শতাংশ, জিএস পদে ৩১.৭ শতাংশ এবং এজিএস পদে ৩৩.৯ শতাংশ ভোট পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা ভিপিতে ১০.৩ শতাংশ, জিএসে ২০.১ শতাংশ ও এজিএসে ১২.৩ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ ভিপিতে ২.৩ শতাংশ, জিএসে ২.৬ শতাংশ এবং এজিএসে ৬.১ শতাংশ সমর্থন পেয়েছে। বাকি অংশ বাম সংগঠন, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ ও অন্যান্য দলভুক্ত প্রার্থীদের মধ্যে ভাগ হয়েছে।
 

তবে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী এখনো সিদ্ধান্ত নেননি—ভিপিতে ৪৯ শতাংশ, জিএসে ৪১.৭ শতাংশ এবং এজিএসে ৪৪.৫ শতাংশ।
 

এছাড়া, জরিপে এক প্রার্থীর সঙ্গে সোচ্চারের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠলেও জরিপ পরিচালনাকারীরা জানিয়েছেন, এই প্রক্রিয়ায় সোচ্চারের কোনো সদস্য সরাসরি যুক্ত ছিলেন না। মোট ৩০ জন সাধারণ শিক্ষার্থী মাঠপর্যায়ে জরিপ সম্পন্ন করেন, ফলে এর নিরপেক্ষতা নিয়ে সন্দেহের সুযোগ নেই বলে তারা দাবি করেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষকদের তিন দফা দাবি: প্রজ্ঞাপন না এলে শাহবাগে অবরোধের হুঁশিয়ারি

শিক্ষকদের তিন দফা দাবি: প্রজ্ঞাপন না এলে শাহবাগে অবরোধের হুঁশিয়ারি