হিগিন্সের সতর্কবার্তা: গাজ্জার পরিস্থিতি ইতিহাসের এক ব্যথার অধ্যায়

আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ১১:২৬:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ১১:২৬:০৫ পূর্বাহ্ন
আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি. হিগিন্স ফিলিস্তিনের গাজ্জা উপত্যকার বর্তমান সংকটকে বিশ্বের ইতিহাসের এক বেদনাদায়ক সময় হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, গাজ্জার পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কার্যকর কোনো জবাবদিহিতা নেই এবং আন্তর্জাতিক আইনকে বরাবরের মতোই উপেক্ষা করা হচ্ছে।
 
হিগিন্স সম্প্রতি আইরিশ টেলিভিশন আরটিই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, গাজ্জার অবস্থা “অস্বাভাবিক ও জটিল”, যেখানে ইসরাইলি মন্ত্রিসভার সদস্যরা প্রকাশ্যে বেআইনি কার্যক্রমে আগ্রহ দেখাচ্ছেন। তিনি উল্লেখ করেন, পশ্চিম তীর ও গাজ্জার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করার প্রস্তাবও মূলত জবাবদিহিহীনতার প্রতিফলন, যা গণতন্ত্র ও আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।
 
প্রেসিডেন্ট হিগিন্স প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পরিস্থিতি অস্ত্র প্রতিযোগিতার দিকে ধাবিত হওয়ার সম্ভাবনাকেও সতর্ক করে দেখান, যেখানে মানবিক মূল্যবোধ সম্পূর্ণভাবে উপেক্ষিত হতে পারে। তিনি বলেন, গাজ্জায় যে সহিংসতা ও গণহত্যা চলছে, তা দীর্ঘদিন ধরে অনির্বাচিত রাজনৈতিক ব্যর্থতার কারণে মনোযোগ সরানোর কারণ হতে পারে না।
 
তিনি শেষমেষ স্মরণ করিয়ে দেন যে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ‘চ্যাপ্টার সেভেন’ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে পারেন। এর মাধ্যমে নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়াই প্রয়োজন অনুযায়ী বলপ্রয়োগসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া সম্ভব।
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]