ঢাকা , বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ , ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় ছয়জনকে পোড়ানোর মামলায় রায় ঘোষণার তারিখ ২১ আগস্ট সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা বিষয়ে রায় ২ সেপ্টেম্বর চালের মান উন্নত, ১৫ টাকায় মিলবে খাদ্যবান্ধব কর্মসূচির চাল: উপদেষ্টা আলী ইমাম তফসিলের আগেই উপদেষ্টা পদ ছাড়ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ সেপ্টেম্বর মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দেশের সব কারাগারে নৈতিকতা শিক্ষা কার্যক্রম: ধর্ম উপদেষ্টার বিশেষ পরিকল্পনা ত্রয়োদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ৩৩১ স্থানীয় সংস্থার নিবন্ধন আবেদন সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা-সমাবেশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে উদ্যোগী অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাত দফা নির্দেশনা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ক্রয় করছে, বাংলাদেশ শিপিং করপোরেশন আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশে পাম অয়েলের লিটারপ্রতি দাম ১৯ টাকা হ্রাস আইইউবি ও মানারাতের দুই শিক্ষকের বিরুদ্ধে এলজিবিটি কর্মীর বীভৎস হত্যার হুমকি, তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিসের আইইউবি ও মানারাতের দুই শিক্ষকের প্রতি ডেথ থ্রেট, ফেসবুকে উস্কানিমূলক হুমকিতে চাঞ্চল্য সৃষ্টি ইউরোপে যুদ্ধের প্রস্তুতি তীব্র হচ্ছে, অস্ত্র কারখানার সম্প্রসারণ ত্রিগুণ গতি পাচ্ছে ডেনমার্কের হারকিউলিস বিমান গাজায় মানবিক সাহায্য পৌঁছে দেবে মাইক্রোসফট লেন্স বন্ধ হচ্ছে: জনপ্রিয় ডকুমেন্ট স্ক্যানিং অ্যাপের সমাপ্তি, বিকল্প হিসেবে ৩৬৫ কোপাইলটের পরামর্শ মাইক্রোসফটের নতুন এআই প্রযুক্তি ম্যালওয়্যার শনাক্তে স্বয়ংক্রিয় বিশ্লেষণ সুবিধা নিয়ে বাংলাদেশ–মালয়েশিয়া সহযোগিতা জোরদারে ৫ এমওইউ ও ৩ নোট বিনিময়

তফসিলের আগেই উপদেষ্টা পদ ছাড়ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৩:২১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৩:২১:২৮ পূর্বাহ্ন
তফসিলের আগেই উপদেষ্টা পদ ছাড়ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি মনে করেন, সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত কেউ নির্বাচনকালীন সরকারের অংশ হওয়া উচিত নয়।
 
মঙ্গলবার (১২ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ‘ঠিকানা’-এর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, ২০১৮ সাল থেকে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, তাই নির্বাচনকালীন সময়ে সরকার থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়া কিংবা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদানের বিষয়ে কোনো স্পষ্ট মন্তব্য করেননি।
 
আসিফ মাহমুদ বলেন, ৫ আগস্টের পর বা গণ-অভ্যুত্থানের আগে সেনাবাহিনীর ভূমিকা স্বীকারযোগ্য হলেও, আওয়ামী লীগ প্রসঙ্গে সেনাপ্রধানের সঙ্গে তার মতবিরোধ রয়েছে। সেনাবাহিনী বা সরকারের সঙ্গে ব্যক্তিগত কোনো বিরোধ নেই বলেও তিনি উল্লেখ করেন।
 
তিনি আরও দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময় নানা রাজনৈতিক শক্তি সক্রিয় রয়েছে। একটি মহল জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে সামনে আনার চেষ্টা করছে এবং আওয়ামী লীগের কিছু গ্রহণযোগ্য ইমেজসম্পন্ন নেতাকে জাপার হয়ে নির্বাচনে আনার প্রচেষ্টা চলছে।
 
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের ভেতরে একাধিক ক্ষমতার কেন্দ্র থাকার কথাও উল্লেখ করেন তিনি। তার মতে, ৫ আগস্টের পর সামরিক বাহিনী একটি গুরুত্বপূর্ণ ক্ষমতাকেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক পক্ষ এবং ভিন্ন ভিন্ন পটভূমি থেকে আসা উপদেষ্টারা ক্ষমতার কাঠামোকে বহুমুখী করে তুলেছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, লালমনিরহাটে সাত হাজার পরিবার পানিবন্দি

তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, লালমনিরহাটে সাত হাজার পরিবার পানিবন্দি