ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন সুশীলা কার্কিকে নেপালের প্রধানমন্ত্রী করলো নেপালের জেনজি? ইথিওপিয়া উদ্বোধন করল ‘গ্র্যান্ড রেনেসাঁ বাঁধ’, মিশর-সুদানের উদ্বেগ তীব্র ভারতের প্রধামন্ত্রী মোদি মণিপুরে যাওয়ার আগেই তার অভ্যর্থনার তোরণ ভাঙচুর ইসরায়েলের ভেঞ্চার ক্যাপিটাল: ইতিহাসের অন্যতম মন্দার মুখে বুরকিনা ফাসোতে আফ্রিকার সব দেশের নাগরিকদের জন্য ভিসা ফ্রি আফ্রিকায় অর্থনৈতিক ক্ষতি: বছরে ৮৮ বিলিয়ন ডলার হারাচ্ছে মহাদেশ তুরস্ক ও দক্ষিণ কোরিয়াকে SAFE প্রতিরক্ষা প্রোগ্রামে আমন্ত্রণ ইউরোপীয় কমিশনের ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপে ইরানের ইউরেনিয়াম মজুতের রহস্য ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তির বড় ভূমিকা ব্রাজিলে ভেনিজুয়েলার মাদকবাহী বিমান ভূপাতিত রাশিয়ার তেল বাণিজ্যে চাপ: চীন-ভারতের ওপর শুল্ক বাড়াতে G7-কে যুক্তরাষ্ট্রের আহ্বান যুক্তরাষ্ট্রে রেকর্ড ৮৯৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল অনুমোদন মিসরের বড় ঘোষণা: ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা শেষ, হামাস নেতাদের আশ্রয় দেবে কায়রো নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকি, অলি পদত্যাগের পর অস্থিরতা জাতিসংঘে বিপুল ভোটে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের পক্ষে সমর্থন এআই চালিত ভার্চুয়াল মন্ত্রী নিয়োগ দিল আলবেনিয়া রাশিয়া-বেলারুশ মহড়ার জবাবে সীমান্তে পোল্যান্ডের ৪০ হাজার সেনা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বায়তুল মুকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু তুরস্কে সিরিয়ান সেনা প্রশিক্ষণ, আলেপ্পো থেকে ধাপে সেনা প্রত্যাহার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারা

চীনে জন্মহার বাড়াতে প্রতি শিশুর জন্য বার্ষিক নগদ সহায়তার ঘোষণা

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৮:২১:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৮:২১:১০ পূর্বাহ্ন
চীনে জন্মহার বাড়াতে প্রতি শিশুর জন্য বার্ষিক নগদ সহায়তার ঘোষণা সংগৃহীত ছবি

চীন সরকার দেশব্যাপী জন্মহার হ্রাসের প্রবণতা মোকাবেলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে কার্যকর নতুন নীতির আওতায় তিন বছরের কম বয়সী প্রতিটি শিশুর জন্য বার্ষিক নগদ সহায়তা দেওয়া হবে। পরিবারপ্রতি বছরে সর্বোচ্চ ১০,৮০০ ইউয়ান বা প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা দেওয়া হবে এই কর্মসূচির মাধ্যমে।
 

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়েছে, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে জন্ম নেওয়া শিশুর পরিবারগুলোও এই সহায়তার জন্য আংশিকভাবে আবেদন করতে পারবে। এটি চীনের প্রথম সার্বজনীন জন্মভিত্তিক ভর্তুকি কর্মসূচি, যার আওতায় প্রায় ২ কোটি পরিবার আর্থিক সহায়তা পাবে।
 

প্রতি শিশু বছরে পাবে ৩,৬০০ ইউয়ান বা প্রায় ৬১ হাজার টাকা। তিন বছরে এই পরিমাণ দাঁড়াবে প্রায় দুই লাখ টাকার সমান।
 

চীনের বিভিন্ন শহর ও প্রদেশও ইতিমধ্যে স্থানীয়ভাবে নানা প্রণোদনা চালু করেছে। উদাহরণস্বরূপ:

  • হোহহট শহর তিন বা ততোধিক সন্তানের পরিবারের প্রতিটি শিশুর জন্য দিচ্ছে ১ লাখ ইউয়ান পর্যন্ত।

  • শেনইয়াং শহর তৃতীয় সন্তানের জন্য প্রতি মাসে দিচ্ছে ৫০০ ইউয়ান।

  • কেন্দ্রীয় সরকার স্থানীয় প্রশাসনকে বিনামূল্যে প্রাক-প্রাথমিক শিক্ষা চালুর নির্দেশও দিয়েছে।
     

চীনে শিশুপালনের ব্যয় অত্যন্ত বেশি—একটি শিশুকে ১৭ বছর পর্যন্ত লালন-পালন করতে গড়ে খরচ হয় ৭৫,৭০০ ডলার বলে জানিয়েছে ইউওয়া পপুলেশন রিসার্চ ইনস্টিটিউট।
 

২০২৪ সালে চীনে জন্ম হয়েছে প্রায় ৯৫ লাখ ৪০ হাজার শিশুর, যা আগের বছরের তুলনায় কিছুটা বেশি। তবু জন্মহার হ্রাস এবং প্রবীণ জনগোষ্ঠীর ক্রমবর্ধমান সংখ্যা দেশটির ভবিষ্যৎ অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।
 

উৎস: সিসিটিভি, চায়না ডেইলি


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাইবার সুরক্ষা আইন: অনলাইনে জুয়া, জালিয়াতি ও প্রতারণায় কঠোর শাস্তির ঘোষণা

সাইবার সুরক্ষা আইন: অনলাইনে জুয়া, জালিয়াতি ও প্রতারণায় কঠোর শাস্তির ঘোষণা