হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ২০১৩ সালের শাপলা চত্বরে ঘটনার (যা বিভিন্ন মহলে 'শাপলা হত্যাকাণ্ড' হিসেবে পরিচিত) ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, ঘটনার তথ্য-উপাত্ত সংরক্ষণ এবং জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক অনুসন্ধান প্রসঙ্গে আলোচনা হয়।
এছাড়া হেফাজতের সমাবেশে হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্তের সম্ভাবনা এবং পূর্ববর্তী সরকার আমলে দলটির নেতাকর্মীদের নামে দায়ের করা মামলাগুলোর প্রত্যাহারের অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
হেফাজতের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন মাওলানা খুলিল আহমেদ কুরাইশী, মাওলানা সাজেদুর রহমান, মুফতি জসিম উদ্দিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি বশির উল্লাহ ও মুফতি কেফয়তুল্লাহ আজহারী।
সরকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
বৈঠক শেষে কোনো পক্ষই আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও অংশগ্রহণকারীরা জানান, "আস্থা ও সমঝোতার পরিবেশেই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।"
হেফাজত নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, শাপলা ট্র্যাজেডি ও মামলার বিষয়েও আলোচনা
- আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ১২:৩৪:৪৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ১২:৩৪:৪৭ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ