বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির অভিযোগ করেছেন, ইসলামী ছাত্রশিবির এখনও গুপ্ত রাজনীতি চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাছির জানান, গতকাল রাত থেকে শিবির নির্বাচনী প্রার্থীদের কাছে কিছু কাগজ বিতরণ করেছে। তবে নির্বাচনের স্বচ্ছ পরিবেশ বজায় রাখার স্বার্থে ছাত্রদল এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। তার ভাষায়, “গোপনে এ ধরনের কাজ আজকের দিনে এসে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও অভিযোগ করেন, অন্যদিকে ছাত্রদল যখন ভোটকেন্দ্র থেকে শত ফুট দূরে একটি ডেস্ক বসিয়েছে, তখন শিবির সেটি নিয়েও অযথা মন্তব্য করেছে।