বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির অভিযোগ করেছেন, ইসলামী ছাত্রশিবির এখনও গুপ্ত রাজনীতি চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাছির জানান, গতকাল রাত থেকে শিবির নির্বাচনী প্রার্থীদের কাছে কিছু কাগজ বিতরণ করেছে। তবে নির্বাচনের স্বচ্ছ পরিবেশ বজায় রাখার স্বার্থে ছাত্রদল এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। তার ভাষায়, “গোপনে এ ধরনের কাজ আজকের দিনে এসে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও অভিযোগ করেন, অন্যদিকে ছাত্রদল যখন ভোটকেন্দ্র থেকে শত ফুট দূরে একটি ডেস্ক বসিয়েছে, তখন শিবির সেটি নিয়েও অযথা মন্তব্য করেছে।
ডেস্ক রিপোর্ট