ঢাকা , বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ , ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাকসু জিএস পদে ফরহাদের জয় ডাকসু এজিএস পদে মহিউদ্দীন, ডাকসু ভিপি পদে বিপুল ব্যবধানে সাদিক কায়েমের জয় কাঠমান্ডুতে আটকে পড়া যাত্রীদের জন্য জরুরি যোগাযোগ নম্বর প্রকাশ করল বাংলাদেশ দূতাবাস ডাকসু নির্বাচন: ভিপি প্রার্থী ফল প্রত্যাখ্যান, জিএস প্রার্থী শিক্ষার্থীদের রায় মেনে নিলেন ডাকসু নির্বাচনে কয়েকটি হলের ফলাফল ঘোষণা ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ, উত্তেজনায় শিক্ষার্থীরা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন ফারুক আহম্মেদ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নতুন ডিজি ফিনল্যান্ডে বিশ্বের বৃহত্তম বালি ব্যাটারি উদ্বোধন: পুনর্নবীকরণযোগ্য শক্তি সংরক্ষণে নতুন যুগ ভারতের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৪: নতুন ভ্যারিয়েন্টে এআই ফিচার ও উন্নত ক্যামেরা ঢাকায় আজ বাংলাদেশ-ইইউ বৈঠক, অভিবাসন ও বাণিজ্যে জোর নেপালে বিক্ষোভে ভারত-নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা ডাকসু ভোটে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, ভিপি প্রার্থীর ক্ষোভ ডাকসু ভোটে ইশা সমর্থিত এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ডাকসু নির্বাচন: ঢাকা বিশ্ববিদ্যালয়জুড়ে সর্বোচ্চ নিরাপত্তা, প্রবেশে কড়া নিয়ন্ত্রণ ডাকসু ও হল সংসদ নির্বাচন আজ: শাহবাগসহ রাজধানীর কয়েকটি সড়ক বন্ধ থাকবে ঢাবির ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট আগামীকাল ভারত ও ইজরায়েল স্বাক্ষর করল দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি হায়দরাবাদের ঐতিহ্যবাহী মসজিদে রোহিঙ্গা আশ্রয় নিয়ে বিতর্ক

যুদ্ধবিরতির আশাবাদ থেকে পিছু হটে গাজায় হামলা চালাতে ইসরায়েলকে উৎসাহ ট্রাম্পের

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১১:৫২:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১১:৫২:১৯ অপরাহ্ন
যুদ্ধবিরতির আশাবাদ থেকে পিছু হটে গাজায় হামলা চালাতে ইসরায়েলকে উৎসাহ ট্রাম্পের ছবি সংগৃহীত

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে গাজায় সামরিক অভিযান চালিয়ে "কাজ শেষ করতে" ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির বিষয়ে আগের আশাবাদী অবস্থান থেকে একেবারে সরে এসে তিনি বলেছেন, “একসময় আপনাকে এই কাজ শেষ করতেই হয়।”


মাত্র কয়েক সপ্তাহ আগে গাজায় যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে দ্রুত অগ্রগতির আশা করেছিলেন ট্রাম্প। কিন্তু এখন সেই আলোচনা কার্যত স্থগিত। হামাসের ‘অসহযোগিতা’ ও ‘সদিচ্ছার অভাব’-এর অভিযোগ এনে যুক্তরাষ্ট্র আলোচক দলকে সরিয়ে নিয়েছে।


ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, তিনি জিম্মিদের মুক্ত করতে এখন ‘বিকল্প উপায়’ খুঁজছেন।


স্থানীয় সময় শুক্রবার (২৬ জুলাই) স্কটল্যান্ড সফরে রওনা হওয়ার আগে ট্রাম্প বলেন, “আমার মনে হয় তারা (হামাস) মরতে চায়... ইসরায়েলকে তাদের নির্মূল করতেই হবে।”


তবে এই অবস্থান ট্রাম্পের আলোচনাবিমুখ মনোভাবের প্রতিফলন, না কি হামাসকে চাপ প্রয়োগের কৌশল—তা এখনো পরিষ্কার নয়।


এদিকে জাতিসংঘের একজন কর্মকর্তা গাজাবাসীকে ‘হাঁটতে থাকা লাশ’ বলে বর্ণনা করলেও ট্রাম্প ইসরায়েলের দীর্ঘ সামরিক অভিযান থামাতে চাপ দিচ্ছেন না বলেই ইঙ্গিত পাওয়া গেছে।


নেতানিয়াহুর সঙ্গে সাম্প্রতিক বৈঠককেও তিনি ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন এবং গাজা ও সিরিয়ায় ইসরায়েলের পদক্ষেপে বিরক্তি প্রকাশ করেছেন।


অন্যদিকে মিশর ও কাতার যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা যুদ্ধবিরতির মধ্যস্থতা অব্যাহত রাখবে। একটি ইসরায়েলি সূত্রও সিএনএনকে জানিয়েছে, আলোচনা পুরোপুরি ভেঙে পড়েনি এবং পুনরায় শুরুর সুযোগ এখনো রয়েছে।


মার্কিন প্রশাসনের একটি অংশ আশা করছে, ট্রাম্পের কড়া অবস্থান হয়তো হামাসকে আলোচনার টেবিলে ফিরতে বাধ্য করবে।

সূত্র: সিএনএন নিউজ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাঠমান্ডুতে আটকে পড়া যাত্রীদের জন্য জরুরি যোগাযোগ নম্বর প্রকাশ করল বাংলাদেশ দূতাবাস

কাঠমান্ডুতে আটকে পড়া যাত্রীদের জন্য জরুরি যোগাযোগ নম্বর প্রকাশ করল বাংলাদেশ দূতাবাস