যুদ্ধবিরতির আশাবাদ থেকে পিছু হটে গাজায় হামলা চালাতে ইসরায়েলকে উৎসাহ ট্রাম্পের

আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১১:৫২:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১১:৫২:১৯ অপরাহ্ন

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে গাজায় সামরিক অভিযান চালিয়ে "কাজ শেষ করতে" ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির বিষয়ে আগের আশাবাদী অবস্থান থেকে একেবারে সরে এসে তিনি বলেছেন, “একসময় আপনাকে এই কাজ শেষ করতেই হয়।”


মাত্র কয়েক সপ্তাহ আগে গাজায় যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে দ্রুত অগ্রগতির আশা করেছিলেন ট্রাম্প। কিন্তু এখন সেই আলোচনা কার্যত স্থগিত। হামাসের ‘অসহযোগিতা’ ও ‘সদিচ্ছার অভাব’-এর অভিযোগ এনে যুক্তরাষ্ট্র আলোচক দলকে সরিয়ে নিয়েছে।


ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, তিনি জিম্মিদের মুক্ত করতে এখন ‘বিকল্প উপায়’ খুঁজছেন।


স্থানীয় সময় শুক্রবার (২৬ জুলাই) স্কটল্যান্ড সফরে রওনা হওয়ার আগে ট্রাম্প বলেন, “আমার মনে হয় তারা (হামাস) মরতে চায়... ইসরায়েলকে তাদের নির্মূল করতেই হবে।”


তবে এই অবস্থান ট্রাম্পের আলোচনাবিমুখ মনোভাবের প্রতিফলন, না কি হামাসকে চাপ প্রয়োগের কৌশল—তা এখনো পরিষ্কার নয়।


এদিকে জাতিসংঘের একজন কর্মকর্তা গাজাবাসীকে ‘হাঁটতে থাকা লাশ’ বলে বর্ণনা করলেও ট্রাম্প ইসরায়েলের দীর্ঘ সামরিক অভিযান থামাতে চাপ দিচ্ছেন না বলেই ইঙ্গিত পাওয়া গেছে।


নেতানিয়াহুর সঙ্গে সাম্প্রতিক বৈঠককেও তিনি ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন এবং গাজা ও সিরিয়ায় ইসরায়েলের পদক্ষেপে বিরক্তি প্রকাশ করেছেন।


অন্যদিকে মিশর ও কাতার যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা যুদ্ধবিরতির মধ্যস্থতা অব্যাহত রাখবে। একটি ইসরায়েলি সূত্রও সিএনএনকে জানিয়েছে, আলোচনা পুরোপুরি ভেঙে পড়েনি এবং পুনরায় শুরুর সুযোগ এখনো রয়েছে।


মার্কিন প্রশাসনের একটি অংশ আশা করছে, ট্রাম্পের কড়া অবস্থান হয়তো হামাসকে আলোচনার টেবিলে ফিরতে বাধ্য করবে।

সূত্র: সিএনএন নিউজ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]