ঢাকা , বুধবার, ২৩ জুলাই ২০২৫ , ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক ২৩ ও ২৪ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত মাইলস্টোন ট্র্যাজেডি: স্থগিত ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের দাফনের জন্য জায়গা নির্ধারণ করলেন প্রধান উপদেষ্টা বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় মসজিদসহ সারাদেশে বিশেষ দোয়া মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ঢাকায় আসছে সিঙ্গাপুরের চিকিৎসক দল শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের প্রত্যাহার সচিবালয়ের সামনে সংঘর্ষে আহত প্রায় ৪০ জন শিক্ষার্থী শিক্ষার্থীদের আইডিতে অভিভাবকের নম্বর ও রক্তের গ্রুপ সংযোজনের নির্দেশ হাইকোর্টের দুর্ঘটনা নিয়ে লুকানোর বা গোপন করার কিছু নেই, বললেন বিমান বাহিনী প্রধান ‘শিক্ষার্থীদের ৬ দাবির প্রত্যেকটিই যৌক্তিক’ মাইলস্টোনে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত অন্তত তিনজন বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্যে আগ্রহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাস মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: সমাপ্তি ঘোষণা আজকের উদ্ধার কাজ উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত সবাই শিশু, শনাক্তে প্রয়োজন ডিএনএ টেস্ট উত্তরায় বিমান দুর্ঘটনায় নিখোঁজ খালা, শিশুকে পাওয়া গেছে নিরাপদে নিখোঁজ শিক্ষার্থীদের তথ্য জানতে যোগাযোগ করবেন যেসব নম্বরে ফ্ল্যাইট লেফট্যানেন্ট তৌকির ইসলাম সাগরের আজ প্রথম একক মিশন ছিল: সেনাবাহিনীর একজন কর্মকর্তা উত্তরায় বিমান বিধ্বস্তের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম উত্তরায় বিমান বিধ্বস্তে বার্ন ইউনিটে চিকিৎসাধীন ৩৬ জনের পরিচয় মিলেছে

ভাত নয়, ওজন ও মেদ কমাতে খেতে হবে সালাদ

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৮:২৯:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৮:২৯:২৬ পূর্বাহ্ন
ভাত নয়, ওজন ও মেদ কমাতে খেতে হবে সালাদ সংগৃহীত ছবি

বাঙালির পছন্দের খাদ্য তালিকায় ভাতের স্থান প্রথম সারিতেই। কিন্তু প্রতিদিন ভাত খেলে ওজন ও মেদ কমবে—এমনটা ভাবলে ভুল করবেন। চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, শরীরের বাড়তি মেদ ও ওজন কমাতে খাদ্যতালিকায় পরিবর্তন আনতে হবে। এ ক্ষেত্রে ভাতের বদলে খেতে হবে প্রোটিন ও ফাইবারে সমৃদ্ধ সালাদ। যা শুধু ওজন কমায় না, বরং স্বাদ ও পুষ্টিগুণেও অনেক এগিয়ে।
 

বর্তমানে অনেকেই স্বাস্থ্য সচেতন হয়ে রুটি ও ভাতের বদলে খাদ্যতালিকায় রাখছেন ওটস, ডালিয়া কিংবা কিনোয়ার মতো হালকা খাবার। তবে এসব প্রতিদিন খাওয়া একঘেয়ে হয়ে যেতে পারে। সেই জায়গায় সালাদ হতে পারে চমৎকার বিকল্প।
 

সাধারণত সালাদ বলতে অনেকে শসা, টমেটো আর পেঁয়াজ কেটে নেওয়াকেই বোঝেন। কিন্তু আধুনিক পুষ্টিবিদ্যার মতে, সালাদেরও রয়েছে নানা ধরন—যার কিছু প্রোটিনে সমৃদ্ধ, আবার কিছুতে থাকে স্বাস্থ্যকর ফ্যাট। অতিরিক্ত ওজন, উচ্চ কোলেস্টেরল বা পেটের মেদ কমাতে চাইলে অবশ্যই খেতে হবে এই ধরনের সালাদ।
 

কী ধরনের সালাদ খাওয়া উপকারী?

মিক্সড সালাদ:
ব্রকোলি, গাজর, বিট, টমেটো, মটরশুঁটি, বেলপেপার, পালংশাক, ভুট্টা ইত্যাদি শাকসবজি ছোট করে কেটে হালকা ভাপে সিদ্ধ করে নিতে হবে। এরপর অলিভ অয়েল ও অল্প আদা-রসুনে হালকা নেড়েচেড়ে মেশাতে পারেন। মাঝে মাঝে পেঁয়াজ কুচিও যোগ করা যায়। স্বাদ বাড়াতে ব্যবহার করুন পাতিলেবুর রস, লবণ ও গোলমরিচ।

 

ছোলা ও পুদিনার সালাদ:
ভিজিয়ে রাখা ছোলাকে সিদ্ধ করে নিন। এরপর তাতে কুচানো শসা, টমেটো, পেঁয়াজ, বেলপেপার, পুদিনাপাতা, চাট মশলা, জিরা গুঁড়ো ও পাতিলেবুর রস মিশিয়ে নিন। চাইলে একটু তেঁতুল পানি ব্যবহার করা যায় স্বাদ বদলের জন্য। তবে যাদের অম্বলের সমস্যা আছে, তাদের বেশি টক খাবার এড়িয়ে চলা উচিত।

 

তরমুজ-পনির সালাদ:
রুচির স্বাদ বদলাতে এই সালাদটি চমৎকার। ঠান্ডা তরমুজ, পনির, শসা ও পুদিনা মিশিয়ে তৈরি করা যায় সুস্বাদু ও পুষ্টিকর একটি সালাদ। চাইলে পনিরটি হালকা অলিভ অয়েলে ভেজে নেওয়া যায়। এতে লবণ, গোলমরিচ, চাট মশলা ও পাতিলেবুর রস যোগ করলে স্বাদ আরও বাড়বে।

 

সালাদ তৈরিতে বাজারজাত ড্রেসিং ব্যবহার করলে উপকারের চেয়ে ক্ষতিই বেশি হয়। ড্রেসিংয়ের অতিরিক্ত ক্যালোরি ও চিনি শরীরের ওজন বাড়িয়ে দিতে পারে। তাই প্রাকৃতিক উপাদান দিয়ে নিজেই সালাদ তৈরি করাই সবচেয়ে ভালো।
 

ওজন ও মেদ কমাতে চাইলে খাদ্যতালিকায় আনুন পরিবর্তন। ভাত নয়, রাখুন প্রোটিন ও ফাইবারে ভরপুর সালাদ। পুষ্টিগুণ, স্বাদ আর স্বাস্থ্য—সব একসঙ্গে পেতে আজ থেকেই শুরু করুন সালাদ খাওয়া।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাইলস্টোন ট্র্যাজেডি: স্থগিত ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা

মাইলস্টোন ট্র্যাজেডি: স্থগিত ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা