ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেন মনোনীত ট্র্রাম্পের গাজায় নতুন ভয়াবহ অস্ত্র: ইসরায়েলের বোমা ফেলা রোবটের তাণ্ডব বিতর্কে জাভেদ আখতার: পশ্চিমবঙ্গে অনুষ্ঠান বাতিলের পেছনের কারণ আবারও কাঁপল আফগানিস্তান! ভয়াবহ ভূমিকম্পে নতুন আতঙ্ক রায়পুরে কিশোরী অপহরণ ও ধর্ষণ: হিন্দু যুবক জয় কুরি পলাতক ট্রাম্পের সিদ্ধান্তে ভয়াবহ ঝুঁকি! হাফপোস্টের চাঞ্চল্যকর রিপোর্ট সিরিয়ার বাশার আল-আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ফ্রান্স শেষ মুহূর্তের লড়াইয়ে ডাকসু নির্বাচন নিশ্চিত করলেন শিশির মনির! আফগানিস্তানে ভূমিকম্পে ভয়াবহ ক্ষতি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান! কাশ্মিরে পাক সেনার হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৫ জনের! গাজায় ইসরাইলি হামলায় হামাসের মুখপাত্র আবু উবাইদার শাহাদাত বরণ ডাকসু নির্বাচনে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ: হাইকোর্টে রিট রাকসু নির্বাচনে প্রথম বর্ষের ভোটার: ছাত্র সংগঠনগুলোর ওয়াকআউট প্রধান বিচারপতি: বিচার বিভাগে সংস্কারের ৮০% কাজ সম্পন্ন, বিশেষায়িত বাণিজ্যিক আদালতের উদ্যোগ চবি ক্যাম্পাসে ভয়াবহ সংঘর্ষ, ছাত্রলীগ ক্যাডারদের বিরুদ্ধে অভিযোগে কাঁদলেন উপ-উপাচার্য ইউনূস: ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন মোদির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে ভারত সফর বাতিল করলেন ট্রাম্প রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিয়ানজিনে এসসিও সম্মেলন শুরু, পুতিন-মোদির উপস্থিতি জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে জামায়াতের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা

সমাবেশ ঘিরে দলীয় নেতাকর্মীদের যেসব নির্দেশনা দিল জামায়াত

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৮:২৬:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৮:২৬:৩০ পূর্বাহ্ন
সমাবেশ ঘিরে দলীয় নেতাকর্মীদের যেসব নির্দেশনা দিল জামায়াত ছবি: সংগৃহীত
জাতীয় সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের জন্য ২১ দফা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
 
শনিবার (১৮ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় সমাবেশকে কেন্দ্র করে এসব নির্দেশনা জারি করা হয়েছে।
 
জামায়াতের সেক্রেটারি জেনারেল ও জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৭ জুলাই) নির্দেশনাগুলো জানানো হয়।
 
নির্দেশনার মধ্যে রয়েছে,
 
১। সবাইকে সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছানোর চেষ্টা করা ও মাঠ কানায় কানায় পূর্ণ করা।
 
২। সম্মানিত আমিরে জামায়াতের বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি নিজস্ব স্থান থেকে সরবেন না।
 
৩। বৃষ্টি হলেও যার যার অবস্থানে বসে থাকতে হবে।
 
৪। জাতীয় পতাকা ব্যতীত ভিন্ন কোনো পতাকা প্রদর্শন করা যাবে না।
 
৫। মিছিল নিয়ে আসার ক্ষেত্রে ক্রিয়াশীল কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির বিরুদ্ধে স্লোগান দেওয়া যাবে না।
 
৬। যাতায়াত ও সমাবেশস্থলে বয়স্ক ও শিশুদের (যদি আসে) অগ্রাধিকার দেওয়া।
 
৭। সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশে ১৫টি মেডিকেল বুথ ও প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার থাকবেন। কোনো ব্যক্তি অসুস্থ হলে পার্শ্ববর্তী মেডিকেল বুথ থেকে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
 
৮। অভ্যর্থনা কেন্দ্র ও সমাবেশস্থলে আমাদের পোশাকধারী স্বেচ্ছাসেবক থাকবে। শৃঙ্খলার স্বার্থে তাদের নির্দেশনা অনুসরণ করতে হবে।
 
৯। প্রত্যেকে সম্ভব হলে চাহিদামতো খাবার পানির বোতল সংগ্রহে রাখবেন।
 
১০। সমাবেশের কার্যক্রম শেষ হলে দ্রুত সময়ে সভাস্থল ত্যাগ করা।
 
১১। জরুরি প্রয়োজনে নিম্নোক্ত দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
 
মোবারক হোসাইন (নির্বাহী সদস্য), ০১৭৬৮৭৬০৭৪৯ ডা. ফখরুদ্দিন মানিক, ০১৭৩৭৪৪৩১৪২ অ্যাডভোকেট আতিকুর রহমান, ০১৯১৮৮৮৮৭৯৩, ০১৯৫৯২৮০৫১৮ কামাল হোসেন, ০১৮৯০৯৪১৯৮৪, ০১৩১৮৭৩৬৯৮৩।
 
জামায়াতের এই সমাবেশকে ঘিরে কয়েক হাজার বাস ও মাইক্রো ঢাকায় ঢুকবে। আগত গাড়িসংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে:
 
১। প্রত্যেক গাড়ির সামনের দিকে নির্দিষ্ট তথ্যসহ স্টিকার লাগানো। যেখানে অঞ্চলের নাম, ড্রপিং পয়েন্ট, পার্কিং প্লেস, ড্রাইভারের নাম ও মোবাইল নম্বর, সংশ্লিষ্ট গাড়ির দায়িত্বশীলের নাম ও মোবাইল নম্বর লেখা থাকবে।
 
২। প্রত্যেক শাখা থেকে আগত গাড়িগুলো যতদূর সম্ভব একসঙ্গে রওনা করবে। ৩। ঢাকার ফ্লাইওভারে কোনো গাড়ি উঠবে না।
 
৪। গাড়িগুলো নির্দিষ্ট ড্রপিং পয়েন্টে ড্রপ করা এবং নির্ধারিত পার্কিং এরিয়ায় পার্কিং নিশ্চিত করা। ৫। সকাল
 
১০টার মধ্যে সব গাড়ি ঢাকায় নির্দিষ্ট ড্রপিং পয়েন্টে পৌঁছানোর চেষ্টা করা।
 
৬। কোনো গাড়ি নির্ধারিত ড্রপিং পয়েন্টে আসতে বা পৌঁছানো অসম্ভব হলে, যেখানে সম্ভব সেখানে গাড়ি অবস্থান করবে এবং প্রোগ্রাম শেষে সবাইকে সেখান থেকেই গাড়িতে উঠতে বলতে হবে। 
 
৭। লাইনের গাড়িগুলো যথাসম্ভব নিজস্ব পার্কিংয়ে রাখার উদ্যোগ নেওয়া।
 
৮। গাড়ি পার্কিংয়ের সময় সিংগেল লাইন পার্কিং করা এবং অন্য গাড়ির প্রবেশ ও বের হওয়ার জায়গা রাখা।
 
৯। ড্রপিং পয়েন্ট ও পার্কিং এরিয়ায় দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক এবং স্বেচ্ছাসেবকদের নির্দেশনা মেনে চলা।
 
১০। সায়েদাবাদ, পোস্তগোলা, কদমতলী, মাতুয়াইল, কমলাপুর রেলস্টেশন, গাবতলী, মহাখালী, মানিক মিয়া অ্যাভিনিউ, উত্তরা আজমপুর এবং সদরঘাটে
 
১০টি স্থানে অভ্যর্থনা কেন্দ্র থাকবে। প্রয়োজনে অভ্যর্থনা কেন্দ্র থেকে সহযোগিতা নেওয়া যাবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেন মনোনীত ট্র্রাম্পের

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেন মনোনীত ট্র্রাম্পের