হাইকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছে আগামী তিন মাসের মধ্যে বিচার বিভাগীয় জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে। মঙ্গলবার, বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই যুগান্তকারী আদেশ দেন, যা বিচার বিভাগের স্বাধীনতা এবং কার্যকরিত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে.
রায়ের পটভূমি ও বিস্তারিত:
রিট আবেদনের শুনানি শেষে বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কিছু অংশ বাতিল ঘোষণা করে আদালত এই সিদ্ধান্ত নেয়। দীর্ঘদিন যাবৎ বিচার বিভাগীয় সচিবালয় পৃথক করার দাবি ছিল আইনি মহল ও জনস্বার্থে, কারণ বিচার বিভাগের কর্মকাণ্ডকে নির্বাহী বিভাগ থেকে স্বাধীন করতে এটি জরুরি. শুনানিতে রিটকারী আইনজীবী মোহাম্মদ শিশির মনির, অ্যামিকাস কিউরি শরীফ ভূইঁয়া এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান অংশ নেন.
নতুন এই আদেশ অনুযায়ী, সরকারকে নির্ধারিত সময়ের মধ্যে বিচার বিভাগের প্রশাসনিক ও সচিবালয় কাঠামো গঠন করতে হবে, যা বিচার ব্যবস্থার দক্ষতা ও নিরপেক্ষতা, আইন প্রয়োগের স্বচ্ছতা এবং জনগণের সাংবিধানিক অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে.