নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে “জুলাই সনদ”কে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যের চেষ্টা চলছে—যেখানে জাতীয় ঐকমত্য কমিশন দীর্ঘ ২৩ দিনের ধারাবাহিক আলোচনার পর খসড়া পাঠিয়েছে সবদলকে। তবে, সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দলের মধ্যে মতবিরোধ দূর হয়নি এবং এখনো চূড়ান্তভাবে সইয়ের কোনো লক্ষণ স্পষ্ট নয়।
জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার জানিয়েছেন, “জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে মতবিরোধ থাকলেও আশা করছি নির্ধারিত সময়েই এর সই সম্পন্ন হবে।” এ প্রসঙ্গে রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সকল বিষয়ে একমত হওয়ার সুযোগ খুব সীমিত, তাই সমাধানের পথ খুঁজে নিতে হবে যুক্তি ও আলোচনা-পর্বে। চলমান প্রক্রিয়ায় কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে, যাতে প্রয়োজনীয় সময় পাওয়া যায় ঐক্যমত গড়ে তুলতে।