ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই বিপ্লবের যোদ্ধাদের আইনি সুরক্ষা: ‘দায়মুক্তি আইন’ অনুমোদন লক্ষ্মীপুরে এনআইডি সংগ্রহ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: আহত ১৩, সদর হাসপাতালে উত্তেজনা জীবননগরে বিএনপি নেতা শামসুজ্জামানের দাফন সম্পন্ন: নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি পরিবারের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত: ২৫৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস একদিনে রাজধানীর পাঁচ স্থানে অবরোধ, দিনভর ভোগান্তি গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে ডাকসুর ১৫ দফা কর্মসূচি ঘোষণা গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হলে ন্যাটো আরও শক্তিশালী হবে: ডোনাল্ড ট্রাম্প নিখোঁজ শিশু উদ্ধারে দেশে প্রথমবার চালু হলো টোল-ফ্রি হেল্পলাইন ও ‘মুন অ্যালার্ট’ কর্মসংস্থান ও রেমিট্যান্স জোরদারে ৬০ হাজার চালক প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ইসিতে চতুর্থ দিনে ৫৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ১৫টি আপিল খারিজ ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশ, সহিংসতা ও যোগাযোগ বিচ্ছিন্নতার আশঙ্কা যুদ্ধের প্রস্তুতির বার্তা ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি উচ্চশিক্ষার মানোন্নয়নে ঢাকায় বসছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন শাবিপ্রবিতে মধ্যরাতে উত্তাল ক্যাম্পাস: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট চার মিশনের প্রেস সচিবকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ মোবাইল অ্যাপেই রিচার্জ হবে মেট্রোরেলের কার্ড: লাইনে দাঁড়ানোর দিন শেষ! ইমানদারের প্রকৃত পরিচয় কী: কুরআন ও হাদিসের আলোকে চরিত্রের মানদণ্ড নিজেকেই ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প

সাভারে বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা, ভোগান্তি চরমে

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৫:৪৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৫:৪৯:৫৩ অপরাহ্ন
সাভারে বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা, ভোগান্তি চরমে ছবি : সংগৃহীত
সাভারে গত কয়েক দিনের থেমে থেমে হওয়া বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ঘরবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে এবং সড়কের কোথাও কোথাও হাঁটুসমান পানি জমেছে, যা সাধারণ মানুষের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
 
 সরেজমিনে, গত ১৪ জুলাই সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের রাজফুলবাড়িয়া থেকে বাজার-সংলগ্ন প্রায় আধা কিলোমিটার, জোরপুল-জয়নাবাড়ি আঞ্চলিক সড়কের জোরপুল বাসস্ট্যান্ড থেকে বেপারিপাড়া মোড় প্রায় ১ কিলোমিটার, পৌর এলাকার ব্যাংক কলোনী এবং ডিইপিজেড-আশুলিয়া সড়কের জামগড়া এলাকায় ঘুরে এই চিত্র দেখা যায় রাজফুলবাড়িয়া এলাকার স্থানীয় বাসিন্দা হামিদ আলী বলেন, তেঁতুলঝরা বাসস্ট্যান্ড থেকে বাজারের পথে যেতে প্রায় আধা কিলোমিটার সড়কে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। আমরা এর আগে জনপ্রতিনিধিদের অনেকবার বলেছি, কিন্তু কোনো সমাধান হয়নি। তিনি এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। 
 
একই এলাকার শফিকুল ইসলাম বলেন, সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে সড়কের পাশে থাকা দোকান, বাসাবাড়ি ও অফিসের সামনে পানি জমে থাকে। তাই জলাবদ্ধতার কারণে ব্যবসা-বাণিজ্যে এখন মন্দা অবস্থা চলছে। 
অন্যদিকে, বেপারিপাড়া এলাকার সোহাগ মিয়া বলেন, কোরবানির ঈদের আগে আমাদের সড়কে ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছিল। মাটি খুঁড়ে আর কাজ করা হয়নি। তাই পানি জমে আছে। সড়কে চলাচলে অনেক সমস্যা হচ্ছে।
 
 ব্যাংক কলোনী এলাকার বাসিন্দা ইমদাদ বলেন, ব্যাংক কলোনীতে রাস্তা ভালো হলেও ড্রেন তুলনামূলকভাবে ছোট। তাই বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। আর এই জনজীবনের ভোগান্তি নিয়েই প্রতিনিয়ত চলতে হচ্ছে। 
 
সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নঈম বলেন, সাভার পৌরসভার যে জনসংখ্যা, তাতে অসংখ্য রাস্তা ও ড্রেনের ব্যবস্থাপনার জন্য যে জনবল ও বরাদ্দ রয়েছে তা অপ্রতুল। আর যতটুকু জনবল ও বরাদ্দ রয়েছে, তা অপরিকল্পিতভাবে ব্যবহৃত হয়েছে। সাভার পৌরসভার যে অব্যবস্থাপনা আছে, তা পরিকল্পনার মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করতে হবে। 
 
এ ব্যাপারে সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সিদ্দিক বলেন, রাস্তাগুলো সংস্কারের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ ছাড়া যেসব ড্রেন দিয়ে পানি প্রবাহিত হয়, সেগুলো পরিষ্কার করা হচ্ছে। 
 
একইসঙ্গে জলাবদ্ধতা নিরসনের জন্য যা যা করণীয় দরকার, উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-2

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস

গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস