বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সম্মেলন কক্ষে এএসবিএমিবি আয়োজিত ‘কসমেটিকস ও স্কিনকেয়ার শিল্পখাতের রপ্তানি: ভেজাল ও নিম্নমানের পণ্য আর নয়’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।
তারা বলেন, ব্যাগেজ নীতিমালা নমনীয় হওয়ায় অবৈধভাবে বিদেশি প্রসাধনী পণ্য বাজারে ঢুকছে, এতে দেশীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সরকার রাজস্ব হারাচ্ছে।
এ সময় দেশীয় শিল্প রক্ষায় কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়—পণ্য উৎপাদনের কাঁচামালের শুল্ক হ্রাস, বিদেশি পণ্যে শুল্ক বৃদ্ধি, অবৈধ আমদানি ঠেকানো এবং নকল পণ্যের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, সরকার যথাযথ পদক্ষেপ নিলে কসমেটিকস খাত দেশের অন্যতম রপ্তানিমুখী শিল্পে পরিণত হতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান, এফবিসিসিআইর সাবেক পরিচালক ইসহাকুল হোসেন, অর্থনীতিবিদ ও অভিনেতা মামনুন হাসান ইমনসহ প্রমুখ।