আগুন থেকে উৎপন্ন ঘন কালো ধোঁয়া এতটাই তীব্র যে, তা পুরো শহরের বিভিন্ন স্থান থেকেই স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ঘটনাস্থলে রাজধানীর বিভিন্ন স্থান থেকে অন্তত সাতটি ফায়ার স্টেশনের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণও স্পষ্ট নয়, তদন্ত চলছে।