তেহরানে তেল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘন ধোঁয়ায় ঢেকে গেল রাজধানী

আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ০১:৩৬:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ০১:৩৬:৫৬ পূর্বাহ্ন
ইরানের রাজধানী তেহরানে একটি বিশাল তেল ও লুব্রিকেন্টের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় সূত্র জানায়, রাজধানীর শেহরে-রে (Shahr-e Rey) জেলায় অবস্থিত ব্যক্তিমালিকানাধীন ওই গুদামটি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যাচ্ছে।
 
আগুন থেকে উৎপন্ন ঘন কালো ধোঁয়া এতটাই তীব্র যে, তা পুরো শহরের বিভিন্ন স্থান থেকেই স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ঘটনাস্থলে রাজধানীর বিভিন্ন স্থান থেকে অন্তত সাতটি ফায়ার স্টেশনের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
 
তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণও স্পষ্ট নয়, তদন্ত চলছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]