তিনি জানান, হোটেল ওশান প্যারাডাইসে অবস্থানকালে ফারুকী বুকে ব্যথা ও উচ্চ রক্তচাপ অনুভব করেন। চিকিৎসকরা প্রাথমিকভাবে তাকে স্থিতিশীল রাখলেও ঝুঁকি এড়াতে দ্রুত ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।
এর আগে তিনি শুক্রবার বিকেলে সরকারি সফরে কক্সবাজার পৌঁছান এবং ওই হোটেলেই অবস্থান নেন। রোববার (১৭ আগস্ট) থেকে কক্সবাজারকে "সাংস্কৃতিক হাব" হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তার। তবে অসুস্থতার কারণে কর্মশালাটি স্থগিত করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক জানান, রাত সোয়া ১০টার দিকে ঢাকার এয়ার অ্যাম্বুলেন্স কক্সবাজারে পৌঁছে এবং কিছুক্ষণের মধ্যেই ফারুকীকে নিয়ে রওনা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, তার শারীরিক অবস্থা জটিল নয়, তবে সতর্কতার অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।