পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ বুধবার (১ অক্টোবর) এক সতর্কবার্তায় জানিয়েছে, এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়—
> লঘুচাপের প্রভাবে সাগর বর্তমানে উত্তাল রয়েছে।
> উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
> পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তাই সংশ্লিষ্ট সবাইকে পরিস্থিতির নিয়মিত আপডেট নেওয়ার এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট