কক্সবাজার সফরে অসুস্থ ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর

আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ১২:৩৫:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ১২:৩৫:৪৬ পূর্বাহ্ন
কক্সবাজার সফরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার কিছু পর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমরান হোসাইন সজীব।
 
তিনি জানান, হোটেল ওশান প্যারাডাইসে অবস্থানকালে ফারুকী বুকে ব্যথা ও উচ্চ রক্তচাপ অনুভব করেন। চিকিৎসকরা প্রাথমিকভাবে তাকে স্থিতিশীল রাখলেও ঝুঁকি এড়াতে দ্রুত ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।
 
এর আগে তিনি শুক্রবার বিকেলে সরকারি সফরে কক্সবাজার পৌঁছান এবং ওই হোটেলেই অবস্থান নেন। রোববার (১৭ আগস্ট) থেকে কক্সবাজারকে "সাংস্কৃতিক হাব" হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তার। তবে অসুস্থতার কারণে কর্মশালাটি স্থগিত করা হয়েছে।
 
অতিরিক্ত জেলা প্রশাসক জানান, রাত সোয়া ১০টার দিকে ঢাকার এয়ার অ্যাম্বুলেন্স কক্সবাজারে পৌঁছে এবং কিছুক্ষণের মধ্যেই ফারুকীকে নিয়ে রওনা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, তার শারীরিক অবস্থা জটিল নয়, তবে সতর্কতার অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]