ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—গ্যাস ভরার সময় নির্গত গ্যাস থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। এতে স্টেশনের কর্মচারী মীর হোসেন (৫৫) গুরুতরভাবে দগ্ধ হন। তাঁকে রাত ৮টা ৫০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষতি হলেও দ্রুত পদক্ষেপের কারণে আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়েনি। আগুন লাগার সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।