মহাখালীতে ইউরেকা ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ এক কর্মচারী হাসপাতালে

আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ১২:১৩:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ১২:১৩:৪০ পূর্বাহ্ন
রাজধানীর মহাখালীতে ইউরেকা ফিলিং স্টেশনে শনিবার সন্ধ্যায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে, যখন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০ থেকে ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে মাত্র আধ ঘণ্টার মধ্যে। এসময় ট্রাফিক জ্যামের কারণে দমকলকর্মীদের দ্রুত প্রবেশে কিছুটা বিলম্ব হয়, তবে শেষ পর্যন্ত রাত ৭টা ৪৭ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
 
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—গ্যাস ভরার সময় নির্গত গ্যাস থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। এতে স্টেশনের কর্মচারী মীর হোসেন (৫৫) গুরুতরভাবে দগ্ধ হন। তাঁকে রাত ৮টা ৫০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
 
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষতি হলেও দ্রুত পদক্ষেপের কারণে আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়েনি। আগুন লাগার সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]