আজ (১ নভেম্বর) থেকে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বরাবর ১০টির বেশি সিমকার্ড থাকলে মোবাইল অপারেটররা সেই অতিরিক্ত সিমগুলো বন্ধ করে দেবে—বিটিআরসি এই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করার ঘোষণা দিয়েছে। গ্রাহকদের নিজ নামে থাকা ১০টির বেশি সিম থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলি ডি-রেজিস্ট্রার কিংবা মালিকানা পরিবর্তনের ব্যবস্থা নেওয়ার জন্য অপারেটরদের মাধ্যমে নির্দেশ দেওয়া হয়েছে; না হলে কমিশন বা অপারেটররা দৈবচয়নের ভিত্তিতে অতিরিক্ত সিম বাতিল করবে।
ঘটনাপ্রেক্ষিত: নিরাপত্তা ও ব্যবহারের নিয়ন্ত্রণ বাড়াতে বিটিআরসি এই সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের চেয়ারম্যানের ঘোষণার পর বলা হয়েছে, ডিসেম্বরের পর থেকে কোনো ব্যক্তির এক এনআইডির বিপরীতে ১০টির বেশি সিম থাকবে না। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা আগেই জানিয়েছিলেন, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে একক নামে সিমসমূহের সর্বোচ্চ সংখ্যা অস্থায়ীভাবে ৭টি করে আনা হবে এবং ভবিষ্যতে তা ধাপে ধাপে ২টিতে নামানোর পরিকল্পনা রয়েছে।
গ্রাহক কি করবেন: নিজের নামে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে বিটিআরসি জানিয়েছে *16001# ডায়াল করে আপনার এনআইডির শেষ চার সংখ্যাটি পাঠালে তালিকা পাওয়া যাবে। গ্রাহকরা চাইলে পছন্দমতো ১০টি রেখে বাকিগুলো ডি-রেজিস্ট্রার করতে পারবেন; এ জন্য প্রত্যেক অপারেটরের কাস্টমার কেয়ার বিভাগে যোগাযোগ করতে হবে। সময়মতো ব্যবস্থা না নিলে অপারেটর অথবা কমিশন স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত সিম বাতিল করবে—বিটিআরসি এ বিষয়ে সতর্ক করেছে।
প্রভাব ও সতর্কতা: এই পদক্ষেপ অপব্যবহার, কারচুপি ও নিরাপত্তাজনিত ঝুঁকি কমাতে নেওয়া হচ্ছে—কিন্তু গ্রাহকদেরকে তাদের প্রয়োজনীয় সিমগুলো রক্ষা করতে ডি-রেজিস্ট্রেশন বা মালিকানা হস্তান্তরের কাজ দ্রুত করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ভুলবশত প্রয়োজনীয় নম্বর বন্ধ না হয়ে যায়।
ডেস্ক রিপোর্ট