ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক সপ্তাহ পর ইরানে আংশিকভাবে ফিরল মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট এখনো বন্ধ জুলাই বিপ্লবের যোদ্ধাদের আইনি সুরক্ষা: ‘দায়মুক্তি আইন’ অনুমোদন লক্ষ্মীপুরে এনআইডি সংগ্রহ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: আহত ১৩, সদর হাসপাতালে উত্তেজনা জীবননগরে বিএনপি নেতা শামসুজ্জামানের দাফন সম্পন্ন: নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি পরিবারের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত: ২৫৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস একদিনে রাজধানীর পাঁচ স্থানে অবরোধ, দিনভর ভোগান্তি গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে ডাকসুর ১৫ দফা কর্মসূচি ঘোষণা গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হলে ন্যাটো আরও শক্তিশালী হবে: ডোনাল্ড ট্রাম্প নিখোঁজ শিশু উদ্ধারে দেশে প্রথমবার চালু হলো টোল-ফ্রি হেল্পলাইন ও ‘মুন অ্যালার্ট’ কর্মসংস্থান ও রেমিট্যান্স জোরদারে ৬০ হাজার চালক প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ইসিতে চতুর্থ দিনে ৫৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ১৫টি আপিল খারিজ ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশ, সহিংসতা ও যোগাযোগ বিচ্ছিন্নতার আশঙ্কা যুদ্ধের প্রস্তুতির বার্তা ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি উচ্চশিক্ষার মানোন্নয়নে ঢাকায় বসছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন শাবিপ্রবিতে মধ্যরাতে উত্তাল ক্যাম্পাস: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট চার মিশনের প্রেস সচিবকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ মোবাইল অ্যাপেই রিচার্জ হবে মেট্রোরেলের কার্ড: লাইনে দাঁড়ানোর দিন শেষ! ইমানদারের প্রকৃত পরিচয় কী: কুরআন ও হাদিসের আলোকে চরিত্রের মানদণ্ড

দেশে এল Samsung Galaxy A17 5G: ছয় বছরের আপডেট ও জেমেনাই এআই ফিচারে সমৃদ্ধ স্মার্টফোন

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ১০:৩৮:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ১০:৩৮:৩৬ পূর্বাহ্ন
দেশে এল Samsung Galaxy A17 5G: ছয় বছরের আপডেট ও জেমেনাই এআই ফিচারে সমৃদ্ধ স্মার্টফোন ছবি সংগৃহীত

স্যামসাং বাংলাদেশের বাজারে আনলো তাদের নতুন স্মার্টফোন Samsung Galaxy A17 5G, যা দীর্ঘ মেয়াদি সফটওয়্যার ও সিকিউরিটি সাপোর্টসহ আসছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীরা এই ফোনে পাবেন ৬ বার অপারেটিং সিস্টেম আপগ্রেড ও ৬ বছরের সিকিউরিটি আপডেট—যা মধ্যম বাজেটের ফোনে এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ মেয়াদি আপডেট সুবিধা।
 

নতুন এই স্মার্টফোনে যুক্ত হয়েছে গুগল জেমেনাই এআই-এর উদ্ভাবনী ফিচার ‘সার্কেল টু সার্চ’, যার মাধ্যমে স্ক্রিনে থাকা যেকোনো লেখা, ছবি বা বস্তু ঘিরে বৃত্ত আঁকলেই তাৎক্ষণিকভাবে সার্চ রেজাল্ট দেখা যাবে। পাশাপাশি রয়েছে আরও কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ফিচার—‘জেমেনাই লাইভ,’ ‘অ্যাক্রোস অ্যাপস অ্যাকশন’ ও ‘এআই ইমেজ ক্রিয়েশন’, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে করবে আরও গতিশীল।
 

এক্সিনোজ ১৩৩০ (৫ ন্যানোমিটার) চিপসেট এবং ২.৪ গিগাহার্টজ অক্টাকোর সিপিইউ সমৃদ্ধ এই ফোনে মাল্টিটাস্কিং, গেমিং ও ভিডিও স্ট্রিমিং হবে আরও মসৃণ। এতে রয়েছে ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট, যা ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সকে আরও প্রাণবন্ত করে তোলে।
 

ফোনটির ত্রিমাত্রিক ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন সেন্সর, ৫ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। উন্নত সেন্সরের কারণে এটি রাতে ২.৫ গুণ বেশি আলো ধারণ করতে পারে, ফলে লো-লাইট ফটোগ্রাফিতেও স্পষ্ট ছবি তোলা সম্ভব।
 

Samsung Galaxy A17 5G বাজারে পাওয়া যাচ্ছে তিনটি সংস্করণে—৬/৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম, এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি রম। ডিভাইসটি আইপি৫৪ স্প্ল্যাশপ্রুফ রেটিংপ্রাপ্ত, ওজনে মাত্র ১৯২ গ্রাম এবং পুরুত্বে ৭.৫ মিলিমিটার। পেছনের গ্লাস ফাইবার–রিইনফোর্সড পলিমার কাঠামো ও গরিলা গ্লাস ভিক্টাস ডিসপ্লে ফোনটিকে করেছে আরও টেকসই।
 

স্যামসাং বাংলাদেশের এমএক্স ডিভিশনের হেড অব প্রোডাক্ট অ্যান্ড মারকম সৈয়দ মো. বদরুল আরিফিন বলেন, “আমরা এমন ডিভাইস আনতে চাই যা ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও বুদ্ধিমত্তাসম্পন্ন করবে। ‘অসাম ইন্টেলিজেন্স’-এর মাধ্যমে আমরা সেই লক্ষ্যেই এগোচ্ছি।”

Samsung Galaxy A17 5G এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে ব্ল্যাক, গ্রে ও ব্লু—এই তিন রঙে। স্মার্টফোনটির মূল্য শুরু হয়েছে ২৪,৯৯৯ টাকা থেকে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এক সপ্তাহ পর ইরানে আংশিকভাবে ফিরল মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট এখনো বন্ধ

এক সপ্তাহ পর ইরানে আংশিকভাবে ফিরল মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট এখনো বন্ধ