স্যামসাং বাংলাদেশের বাজারে আনলো তাদের নতুন স্মার্টফোন Samsung Galaxy A17 5G, যা দীর্ঘ মেয়াদি সফটওয়্যার ও সিকিউরিটি সাপোর্টসহ আসছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীরা এই ফোনে পাবেন ৬ বার অপারেটিং সিস্টেম আপগ্রেড ও ৬ বছরের সিকিউরিটি আপডেট—যা মধ্যম বাজেটের ফোনে এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ মেয়াদি আপডেট সুবিধা।
নতুন এই স্মার্টফোনে যুক্ত হয়েছে গুগল জেমেনাই এআই-এর উদ্ভাবনী ফিচার ‘সার্কেল টু সার্চ’, যার মাধ্যমে স্ক্রিনে থাকা যেকোনো লেখা, ছবি বা বস্তু ঘিরে বৃত্ত আঁকলেই তাৎক্ষণিকভাবে সার্চ রেজাল্ট দেখা যাবে। পাশাপাশি রয়েছে আরও কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ফিচার—‘জেমেনাই লাইভ,’ ‘অ্যাক্রোস অ্যাপস অ্যাকশন’ ও ‘এআই ইমেজ ক্রিয়েশন’, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে করবে আরও গতিশীল।
এক্সিনোজ ১৩৩০ (৫ ন্যানোমিটার) চিপসেট এবং ২.৪ গিগাহার্টজ অক্টাকোর সিপিইউ সমৃদ্ধ এই ফোনে মাল্টিটাস্কিং, গেমিং ও ভিডিও স্ট্রিমিং হবে আরও মসৃণ। এতে রয়েছে ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট, যা ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সকে আরও প্রাণবন্ত করে তোলে।
ফোনটির ত্রিমাত্রিক ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন সেন্সর, ৫ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। উন্নত সেন্সরের কারণে এটি রাতে ২.৫ গুণ বেশি আলো ধারণ করতে পারে, ফলে লো-লাইট ফটোগ্রাফিতেও স্পষ্ট ছবি তোলা সম্ভব।
Samsung Galaxy A17 5G বাজারে পাওয়া যাচ্ছে তিনটি সংস্করণে—৬/৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রম, এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম। ডিভাইসটি আইপি৫৪ স্প্ল্যাশপ্রুফ রেটিংপ্রাপ্ত, ওজনে মাত্র ১৯২ গ্রাম এবং পুরুত্বে ৭.৫ মিলিমিটার। পেছনের গ্লাস ফাইবার–রিইনফোর্সড পলিমার কাঠামো ও গরিলা গ্লাস ভিক্টাস ডিসপ্লে ফোনটিকে করেছে আরও টেকসই।
স্যামসাং বাংলাদেশের এমএক্স ডিভিশনের হেড অব প্রোডাক্ট অ্যান্ড মারকম সৈয়দ মো. বদরুল আরিফিন বলেন, “আমরা এমন ডিভাইস আনতে চাই যা ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও বুদ্ধিমত্তাসম্পন্ন করবে। ‘অসাম ইন্টেলিজেন্স’-এর মাধ্যমে আমরা সেই লক্ষ্যেই এগোচ্ছি।”
Samsung Galaxy A17 5G এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে ব্ল্যাক, গ্রে ও ব্লু—এই তিন রঙে। স্মার্টফোনটির মূল্য শুরু হয়েছে ২৪,৯৯৯ টাকা থেকে।