উইটকফ আরও জানিয়েছেন, যুদ্ধবিরতির অংশ হিসেবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দী বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হবে। এই বিনিময়কে বর্তমান যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়নের অন্যতম প্রধান ধাপ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এটি দুই পক্ষের মধ্যে আস্থার সূচনা হলেও, বাস্তবিক শান্তি প্রতিষ্ঠায় আরও রাজনৈতিক সমঝোতা প্রয়োজন হবে।