যুদ্ধবিরতির পর গাজার কিছু অংশ ছাড়ল ইসরায়েলি সেনা

আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৯:৩৮:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৯:৩৮:৪৬ পূর্বাহ্ন
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই গাজা উপত্যকার কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনাবাহিনী পিছু হটেছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।
 
উইটকফ আরও জানিয়েছেন, যুদ্ধবিরতির অংশ হিসেবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দী বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হবে। এই বিনিময়কে বর্তমান যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়নের অন্যতম প্রধান ধাপ হিসেবে দেখা হচ্ছে।
 
বিশ্লেষকদের মতে, এটি দুই পক্ষের মধ্যে আস্থার সূচনা হলেও, বাস্তবিক শান্তি প্রতিষ্ঠায় আরও রাজনৈতিক সমঝোতা প্রয়োজন হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]