ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক সপ্তাহ পর ইরানে আংশিকভাবে ফিরল মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট এখনো বন্ধ জুলাই বিপ্লবের যোদ্ধাদের আইনি সুরক্ষা: ‘দায়মুক্তি আইন’ অনুমোদন লক্ষ্মীপুরে এনআইডি সংগ্রহ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: আহত ১৩, সদর হাসপাতালে উত্তেজনা জীবননগরে বিএনপি নেতা শামসুজ্জামানের দাফন সম্পন্ন: নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি পরিবারের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত: ২৫৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস একদিনে রাজধানীর পাঁচ স্থানে অবরোধ, দিনভর ভোগান্তি গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে ডাকসুর ১৫ দফা কর্মসূচি ঘোষণা গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হলে ন্যাটো আরও শক্তিশালী হবে: ডোনাল্ড ট্রাম্প নিখোঁজ শিশু উদ্ধারে দেশে প্রথমবার চালু হলো টোল-ফ্রি হেল্পলাইন ও ‘মুন অ্যালার্ট’ কর্মসংস্থান ও রেমিট্যান্স জোরদারে ৬০ হাজার চালক প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ইসিতে চতুর্থ দিনে ৫৩ প্রার্থীর মনোনয়ন বৈধ, ১৫টি আপিল খারিজ ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশ, সহিংসতা ও যোগাযোগ বিচ্ছিন্নতার আশঙ্কা যুদ্ধের প্রস্তুতির বার্তা ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি উচ্চশিক্ষার মানোন্নয়নে ঢাকায় বসছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন শাবিপ্রবিতে মধ্যরাতে উত্তাল ক্যাম্পাস: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট চার মিশনের প্রেস সচিবকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ মোবাইল অ্যাপেই রিচার্জ হবে মেট্রোরেলের কার্ড: লাইনে দাঁড়ানোর দিন শেষ! ইমানদারের প্রকৃত পরিচয় কী: কুরআন ও হাদিসের আলোকে চরিত্রের মানদণ্ড

আলজেরিয়ায় আমচাষে আগ্রহ, বাংলাদেশি কৃষকদের জন্য জমি-সুবিধা দেবে দেশটি

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৯:২৯:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৯:২৯:৪৩ পূর্বাহ্ন
আলজেরিয়ায় আমচাষে আগ্রহ, বাংলাদেশি কৃষকদের জন্য জমি-সুবিধা দেবে দেশটি আম বাগান পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদেলৌহাব সাইদানী। ছবি: সংগৃহীত
বিমানভাড়া ছাড়াই বাংলাদেশি কৃষকদের আলজেরিয়ায় নিয়ে গিয়ে সেখানে বিনামূল্যে জমি, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ করে আমচাষে নিয়োজিত করতে চায় দেশটি—এমন আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলৌহাব সাইদানী।
 
শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত 'আলজেরিয়ার সাথে কৃষি বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ অন্বেষণ' শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 
তিনি জানান, আলজেরিয়ায় আমচাষের পাশাপাশি প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন, আম আমদানি ও বিনিয়োগেও আগ্রহ রয়েছে তাদের। পাশাপাশি দুই দেশের মধ্যে সরাসরি যাত্রীবাহী ও পণ্য পরিবহনকারী কার্গো বিমান চালুর আশ্বাসও দেন।
 
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের আয়োজিত এ সম্মেলনে অংশ নেন আমচাষি, উদ্যোক্তা, রপ্তানিকারকসহ সংশ্লিষ্টরা।
 
রাষ্ট্রদূত বলেন, ‘আলজেরিয়া একটি উন্মুক্ত অর্থনীতির দেশ, যেখানে কৃষি ও পর্যটনে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে। আমাদের দেশের জমির গুণাগুণ ও আমচাষের উপযোগী জাতগুলো নির্ধারণে বাংলাদেশি কৃষক, গবেষক ও উদ্যোক্তাদের নিয়ে কাজ করতে চাই।’
 
চাঁপাইনবাবগঞ্জে কোল্ড স্টোরেজ ও প্রক্রিয়াকরণ প্রযুক্তি কেন্দ্র স্থাপনের কথাও জানান তিনি। সম্মেলন শেষে রাষ্ট্রদূত বিভিন্ন আমবাগান, বাজার ও প্রক্রিয়াজাত কারখানা পরিদর্শন করেন এবং স্থানীয় কৃষক-উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
 
এদিকে, রাষ্ট্রদূতের এমন আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। চাঁপাইনবাবগঞ্জের আমচাষিরা বলছেন, আম রপ্তানি ও প্রক্রিয়াজাত শিল্পে সরকারের কার্যকর পদক্ষেপে দুই দেশই লাভবান হবে।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের সভাপতি নুরুল মোস্তফা, সাধারণ সম্পাদক আলী হায়দার, জেলা কৃষি উপ-পরিচালক ড. ইয়াছিন আলী, চেম্বারের সহ-সভাপতি খায়রুল ইসলাম প্রমুখ।
 
উল্লেখ্য, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ৩৭,৫০৪ হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৬ হাজার মেট্রিক টন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এক সপ্তাহ পর ইরানে আংশিকভাবে ফিরল মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট এখনো বন্ধ

এক সপ্তাহ পর ইরানে আংশিকভাবে ফিরল মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট এখনো বন্ধ