মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে গ্যাস পরিবহনকারী একটি ট্রাকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিহত এবং আরও কমপক্ষে ৭০ জন দগ্ধ ও আহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, প্রায় ৫০ হাজার লিটার গ্যাস বহনকারী ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং সঙ্গে সঙ্গেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পুড়ে যায় অন্তত ৩০টি যানবাহন।
অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার চেষ্টা লাগে। এ ঘটনায় গুরুতর দগ্ধদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ট্রাক ও গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং মহাসড়ক আংশিকভাবে সচল করা হয়েছে।
মেক্সিকো সিটিতে গ্যাস ট্রাক বিস্ফোরণ, নিহত ৩ আহত অন্তত ৭০
- আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৯:০৪:৪৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৯:০৪:৪৩ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ